পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেপথ্যে কি ব্ল্যাকমেল? বালিতে জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড় পামেলা আত্মঘাতী - HOWRAH

জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড়ের মৃত্যুতে শোকের ছায়া বালির দেশবন্ধু ক্লাব সংলগ্ন এলাকায় । ঘটনাটি ঘটে রবিবার রাতে । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তবে কারও বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ জানায়নি তরুণীর পরিবার ।

howrah
আত্মহত্যার পথ বেছে নিল জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড় পামেলা অধিকারী

By

Published : Jul 5, 2021, 6:49 PM IST

হাওড়া, 5 জুলাই: এক প্রতিভাবান জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড়ের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হল বালি এলাকায় । ঘটনাটি ঘটেছে বালির দেশবন্ধু ক্লাব সংলগ্ন এলাকায় । ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় পামেলা অধিকারী ( 18 ) নামে এক তরুণীর । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । রবিবার রাতে নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় পামেলার । পরিবারের লোকেদের নজরে এলে তাঁরা বালি থানায় খবর দেন । খবর পেয়েই ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ । তারা মৃতদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য পাঠায় । যদিও এই তরুণীর পরিবারের তরফে নির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগ জানানো হয়নি ।

ঘটনার প্রকৃত বিষয় জানার জন্য তার পরিচিত বন্ধুদের থেকে তথ্য সংগ্রহ করছে বালি থানার পুলিশ । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, টিন্ডার নামে একটি সামাজিক মাধ্যমে সানি খান নামের এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় তরুণীর । সেই আলাপের সূত্র ধরে ব্যক্তিগত কিছু ছবি আদান প্রদান করা হয় । এরপর থেকে এই সানি খানের বিরুদ্ধে তরুণীকে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে । তার ব্ল্যাকমেলের চাপে পড়েই এই তরুণী আত্মহত্যার পথ বেছে নেয় বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে ।

আরও পড়ুন: ডুমুরজলায় পার্কিং লটে ভস্মীভূত 3টি বাস

যদিও তরুণীর পরিবারের দাবি, এই বিষয়ে তাদের কিছুই জানা নেই । পরিবারের অভিযোগ, তাদের মেয়ের কয়েকজন পরিচিত বন্ধুই নাকি তাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে । বালি থানার পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে । সম্ভাব্য সবদিক খতিয়ে দেখছে পুলিশ । সানি খানের বিষয়েও ইতিমধ্যে তথ্য সংগ্রহহের কাজ শুরু করছে বালি থানার পুলিশ । এই প্রসঙ্গে এই তরুণীর বাবা মলয় অধিকারী জানান, এখনও আমরা বুঝতে পারছি না আমাদের মেয়ের সঙ্গে কী ঘটেছিল । তিনি আরও জানান, কারও নামে নির্দিষ্টভাবে অভিযোগ করিনি আমরা । তবে এভাবে আমার মেয়ে চলে যাবে তা এখনও আমি এবং আমার পরিবারের সদস্যরা কেউই মানতে পারছি না ।

ABOUT THE AUTHOR

...view details