পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-র হাওড়া পৌরনিগম অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - Police BJP clash in Howrah

সুষ্ঠু পরিষেবার দাবিতে হাওড়া পৌরনিগমের ঘিরে অবস্থান বিক্ষোভ BJP-র । বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় পৌরনিগম চত্বরে । পুলিশের সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তি বাধে । পুলিশের ব্যারিকেডে ভাঙচুর চালায় BJP কর্মীরা ।

মোতায়েন পুলিশ

By

Published : Nov 25, 2019, 3:21 PM IST

Updated : Nov 25, 2019, 5:00 PM IST

হাওড়া, 25 নভেম্বর : BJP-র হাওড়া পৌরনিগম অভিযান ঘিরে উত্তেজনা ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধল BJP কর্মীদের ৷ পুলিশের ব্যারিকেডও ভেঙে ফেলে তারা ৷

2018 সালে মেয়াদ শেষ হয় হাওড়া পৌরনিগমের । তবে এখন পর্যন্ত নতুন করে গঠন করা হয়নি পৌর বোর্ড । বিগত 1 বছর ধরে পৌরনিগম চালাচ্ছেন প্রশাসক । তার জেরে ব্যাহত হচ্ছে পরিষেবা । এমনই অভিযোগ BJP-র। জঞ্জালমুক্ত পৌরনিগমের দাবিতে আজ পৌরনিগম ঘেরাও অভিযান করে BJP ৷ বেলা 2 নাগাদ পৌরনিগম ঘেরাও অভিযান শুরু করে BJP কর্মীরা ।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী । কিন্তু, পুলিশের বাধা উপেক্ষা করে এগোনোর চেষ্টা করে BJP কর্মীরা ৷ পুলিশের সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তি বাধে । কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কুশপুতুল পোড়ানো হয় ৷

দেখুন ভিডিয়ো
Last Updated : Nov 25, 2019, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details