পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষ্মীরতন-বৈশালির কারণেই লোকসভায় উত্তর হাওড়া, বালিতে খারাপ ফল তৃণমূলের ? - Baishali Dalmiya

হাওড়ায় দুটি বিধানসভায় হারের কারণ খুঁজতে কাউন্সিলরদের নিয়ে গোপন বৈঠক করলেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম । সূত্রের খবর, বৈঠকে হারের কারণ হিসেবে উঠে আসে লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালি ডালমিয়ার নাম ।

ফাইল ফোটো

By

Published : Jun 30, 2019, 9:22 PM IST

Updated : Jun 30, 2019, 9:39 PM IST

হাওড়া, 30 জুন : লোকসভা নির্বাচনে জেলায় তৃণমূলের সবচেয়ে খারাপ ফল হয়েছে উত্তর হাওড়া ও বালি বিধানসভা কেন্দ্রে । হারের কারণ খুঁজতে আজ কাউন্সিলরদের নিয়ে গোপন বৈঠক সারলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । সূত্রের খবর, বৈঠকে হারের কারণ হিসেবে উঠে আসে লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালি ডালমিয়ার নাম । শোনা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে হাওড়ায় তৃণমূলের সাংগঠনিকস্তরে ব্যাপক রদবদল হতে পারে ।

লোকসভা নির্বাচনে হাওড়া ও উলুবেড়িয়া, এই দুটি কেন্দ্রেই জিতেছে তৃণমূল । তবে উত্তর হাওড়া ও বালি বিধানসভা কেন্দ্রে অনেকটাই পিছিয়ে আছে দল । তাই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল নেতৃত্ব । আজকের বৈঠকে এই হারের জন্য লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালি ডালমিয়ার দিকে আঙুল তোলেন দুই কাউন্সিলর গৌতম চৌধুরি ও তফজিল আহমেদ ।

অরূপ রায়ের বক্তব্য

এবিষয়ে হাওড়া জেলা তৃণমূল সভাপতি অরূপ রায় বলেন, "এটা দলের অন্দরের আলোচনা । বন্ধ ঘরের কোনও আলোচনা নিয়ে আমরা বাইরে মন্তব্য করতে চাই না ।"

Last Updated : Jun 30, 2019, 9:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details