পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Protest over Dengue Situation: মশা মারার মেশিন নিয়ে হাওড়া পৌরনিগমে বিজেপি, নাটক বলে কটাক্ষ মুখ্য প্রশাসকের - হাওড়ায় ডেঙ্গি

হাওড়া পৌর নিগমের (Howrah Municipal Corporation) মুখ্য প্রশাসকের ডেঙ্গি (Dengue in Howrah) যাতে না হয়, সেই কামনা করে মশা মারার মেশিন নিয়ে প্রধান কার্যালয়ে হাজির হল বিজেপি (BJP Protest over Dengue Situation)। যদিও একে বিজেপির নাটক বলে কটাক্ষ করেছেন মুখ্য প্রশাসক ।

BJP shows protest at Howrah Municipal Corporation over Dengue situation
থাম্বনেইল

By

Published : Oct 11, 2022, 5:16 PM IST

হাওড়া, 11 অক্টোবর:ডেঙ্গি প্রতিরোধে প্রশাসনের অব্যবস্থার অভিযোগে অভিনব প্রতিবাদ হাওড়ায় (Dengue in Howrah)৷ হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসকের ডেঙ্গি যাতে না হয়, সেই কামনা করে মশা মারার মেশিন নিয়ে প্রধান কার্যালয়ে হাজির বিজেপি । বিজেপি নিজের বুদ্ধির গোড়াতে ধোঁয়া দিক, কটাক্ষে করে বললেন মুখ্য প্রশাসক (BJP Protest over Dengue Situation)।

হাওড়া পৌর নিগমের (Howrah Municipal Corporation) প্রধান কার্যালয়ের সংযোগকারী রাস্তায় হাতে মশা মারার কামান ও তেল নিয়ে নামল বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাইয়ের নেতৃত্বে হাওড়া সদর বিজেপি যুব মোর্চা । পৌর নিগমের প্রধান ভবনের চারপাশে মশার তেল ছড়ানোর পরে মূল ফটক দিয়ে ঢুকতে গিয়ে বাধা পায় তারা । পৌর কর্তৃপক্ষের নির্দেশে নিগমের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় । সেখানেই হাওড়া শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্ষোভ দেখান যুব মোর্চার সদস্যরা । তাঁদের অভিযোগ, ডেঙ্গি নিয়ন্ত্রণে পৌর নিগম সম্পূর্ণ ব্যর্থ হয়েছে । হাওড়ার পুলিশ, প্রশাসন থেকে শুরু করে নিগমের উচ্চ পদমর্যাদার আধিকারিকরাই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা । তাই যাতে মুখ্য প্রশাসক ডেঙ্গি আক্রান্ত না হন, তার জন্য এই পরিস্থিতিতে পৌর নিগমের ভিতরে ঢুকে মশার স্প্রে করতে চান তাঁরা । তবে তাঁরা মূল ভবনের ভিতর ঢুকতে বাধা পেলেও হুমকি দিয়েছেন যে, খুব শীঘ্রই তাঁরা ফের আসবেন । ভেতরে মশার তেল দেবেন । পাশাপাশি পৌর কর্তৃপক্ষের থেকে জবাদিহিও চাইবেন । আগামী দিনে পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে তাঁরা আরও বড় আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ।

মূল ফটক বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে না পেরে হাওড়া পৌর নিগমকে মঙ্গলবার একহাত নেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই । তিনি বলেন, আজ তাঁরা এসেছিলেন পৌর নিগমের মুখ্য প্রশাসকের শারীরিক সুস্থ্যতার কামনা নিয়ে । তাই পৌর নিগমের ভিতরে তাঁরা মশা মারার স্প্রে ছড়াতে চেয়েছিলেন । এই পৌর নিগম দিশেহারা হয়ে গিয়েছে বলে তিনি দাবি করেন । তাঁর অভিযোগ, 60-65 বছরের বেশি বয়সের লোকেদের হাতে তেল দিয়ে মশা মারতে পাঠানো হচ্ছে । অথচ কর্তৃপক্ষ এটাও জানে না যে, ওই তেলে মশার লার্ভা মারা যায়, পরিণত মশা নয় । আর মশা মারার স্প্রের পরিকাঠামো পৌর কর্তৃপক্ষের কাছে নেই ।

আরও পড়ুন:পুজোর সময়ে টেস্ট কমায় বাড়ছে ডেঙ্গিতে মৃতের সংখ্যা, বলছেন চিকিৎসকরা

পাশাপাশি তিনি আজ হাওড়া পৌর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস করার পদ্ধতি নিয়েও অভিযোগ তোলেন । তিনি জানান, ইতিমধ্যে তিনি অভিযোগ লিখিতভাবে জমা দিয়েছেন । শাসক দল যে যে ওয়ার্ডে নির্বাচনে হেরে যায়, সেখানেই এই পুনর্বিন্যাস করতে চাইছে । তাই সব দল থেকেই এর বিরোধিতা করা হয়েছে বলেই তিনি দাবি করেন । তিনি আজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এরপর দিনে অনেক বেশি সংখ্যক কর্মী নিয়ে এসে প্রয়োজনে গেট ভেঙে ভিতরে ঢুকে হাওড়া শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্য পৌর প্রশাসকের থেকে জবাবদিহি চাইবেন ।

যদিও আজ বিজেপির করা গোটা ঘটনাকে নাটক বলে তোপ দেগে সব অভিযোগ উড়িয়ে দেন হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী । তিনি জানান, আজ যাঁরা ধোঁয়া দেওয়ার কথা বলছেন, তাঁরা নিজেরা বুদ্ধির গোড়াতে ধোঁয়া দিন । ধোঁয়া দেওয়া নিষিদ্ধ করা হয়েছে কারণ এতে বহু মানুষের শ্বাসকষ্ট-সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় । আর বিরোধীরা যদি সত্যি কাজ করতে চায়, তাহলে পৌর নিগমের সঙ্গে সরাসরি যোগাযোগ করে হাতে হাত মিলিয়ে কাজ করুক । তাঁরা প্রস্তুত আছেন । পাশাপাশি তিনি আরও দাবি করেন, দুর্গাপুজোতেও পৌর নিগমের কর্মীরা কাজ করেছেন । সকলের মিলিত প্রচেষ্টাতে এখন নতুন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক কম ।

প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 382 জনের বেশি । যার মধ্যে গত মাসে শতাধিকের বেশি মানুষ ডেঙ্গিতে নতুন করে আক্রান্ত হয়েছেন । হাওড়া পৌর নিগমে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা জেলার ভিত্তিতে 36% বলে সূত্রের খবর । যদিও 2019 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 2500 মানুষ আক্রান্ত হয়েছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details