পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, হাওড়ায় বিক্ষোভ ঘিরে BJP-পুলিশ ধস্তাধস্তি; লাঠিচার্জ - -district magistrates bungalow

জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরার দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে শনিবার সকালে দুষ্কৃতকারীরা তাঁর উপর হামলার চেষ্টা করেছিল । কিন্তু ভাগ্যক্রমে তিনি প্রাণে রক্ষা পান । ঘটনার সময় সেখানে লোকজন ছুটে আসায় এবং তাঁর দেহরক্ষীদের তৎপরতায় হামলার হাত থেকে বাঁচেন তিনি ৷ দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে প্রধানের দেহরক্ষীরা ৷

BJP-র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা
BJP-র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা

By

Published : Nov 7, 2020, 3:48 PM IST

হাওড়া, 7 নভেম্বর : হাওড়ার জগদীশপুরে স্থানীয় পঞ্চায়েত প্রধানের উপর হামলার চেষ্টার অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে লিলুয়া পুলিশ ফাঁড়ির সামনের রাস্তা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা । পালটা জেলাশাসকের বাংলোর সামনে বিক্ষোভ সমাবেশ BJP-রও ৷ পরিস্থিতি সামাল দিতে ব্যারিকেড গড়ে পুলিশ ৷ তবে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে লাঠিচার্জ করে পুলিশ ৷

জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরার দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে শনিবার সকালে দুষ্কৃতকারীরা তাঁর উপর হামলার চেষ্টা করেছিল । কিন্তু ভাগ্যক্রমে তিনি প্রাণে রক্ষা পান । ঘটনার সময় সেখানে লোকজন ছুটে আসায় এবং তাঁর দেহরক্ষীদের তৎপরতায় হামলার হাত থেকে বাঁচেন তিনি ৷ দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে প্রধানের দেহরক্ষীরা ৷ তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হলেও বাকিরা পালিয়ে যায় । দুষ্কৃতীদের মধ্যে একজন BJP সমর্থক বলে দাবি করেন পঞ্চায়েত প্রধান । ঘটনার প্রতিবাদে কিছুক্ষণ ফাঁড়ির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা ।

BJP-র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা

এরপর পালটা BJP কর্মীরা হাওড়া জেলাশাসক-এর বাংলোর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে । তাদের দাবি, অন্যায়ভাবে তাদের দুই কর্মীকে আটক করেছে পুলিশ ৷ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের ৷ আজ BJP-র বিক্ষোভে হাওড়া শহরের সমস্ত মণ্ডল সভাপতি ও কর্মী শামিল হন । বাধা দেয় পুলিশ ৷ তবে ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বচসা বাধে পুলিশের সঙ্গে । দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় । এরপর অবরোধকারীদের হটাতে পুলিশ লাঠিচার্জ করে । পরিস্থিতি আয়ত্তে আনতে বাড়ানো হয় পুলিশের সংখ্যা । BJP কর্মীদের দাবি, একাধিকবার তাদের ওপর হামলা হয়েছে । জায়গায় জায়গায় তৃণমূলের সন্ত্রাসের শিকার হচ্ছেন দলীয় কর্মীরা ৷

ABOUT THE AUTHOR

...view details