হাওড়া, 25 জুন : কসবা ভ্যাকসিন-কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানালেন বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপির মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায় । তাঁর অভিযোগ, ভ্যাকসিন-কাণ্ডে শাসক দলের তাবড় নেতা ও মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে অভিযুক্ত দেবাঞ্জন দেবের । তিনি বলেন, ওই ভ্যাকসিনেশন সেন্টারে 2 হাজারের বেশি মানুষকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ তাদের কিছু হলে দায় পড়বে রাজ্য সরকারের উপর ৷
বিজেপি সাংসদ বলেন, "নীল সাদা বেলুন দিয়ে ক্যাম্প সাজিয়ে কলকাতা পৌরনিগমের নীল লোগো লাগানো গাড়ি দিয়ে প্রতারণা চালিয়ে গিয়েছেন । কেন্দ্রীয় সরকারের দেওয়া বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার নাম করে কী দেওয়া হয়েছে তা আমরা জানি না ৷ এতে ওই মানুষগুলো স্বাস্থ্যহানি হতে পারে ।" তিনি বলেন, "শুধুমাত্র দেবাঞ্জনকে গ্রেফতার করে সারদার মালিক সুদীপ্ত সেনের মতো বলির পাঁঠা করা হবে । এই ঘটনার সঙ্গে যে সমস্ত প্রভাবশালী নেতা ও মন্ত্রীরা জড়িয়ে আছে তাদেরও শাস্তির দিতে হবে । এই ঘটনার পিছনে রাজ্যের শাসকদলের প্রভাবশালী নেতা মন্ত্রী রয়েছেন । তাই প্রকৃত সত্য উদঘাটন করতে হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমেই করা সম্ভব হবে ৷ "