পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP on Panchla Incident: পাঁচলা নিয়ে চাপ আরও বাড়াল বিজেপি, মহিলা কর্মীর উপর নির্যাতনের অভিযোগে সরব শুভেন্দুরা - অমিত মালব্য

BJP puts pressure on TMC Govt over Panchla Incident: মণিপুরের দুই আদিবাসী মহিলার নগ্ন ভিডিয়ো ভাইরালের ঘটনায় অগ্নিগর্ভ দেশ ৷ কঠিন সমালোচনার মুখে বিজেপি ৷ ঠিক এই সময়ই হাওড়ার পাঁচলায় বিজেপি মহিলা কর্মীর উপর নির্যাতন নিয়ে সরব হলেন দলের নেতা-নেত্রীরা ৷

ETV Bharat
বিজেপি

By

Published : Jul 22, 2023, 8:22 AM IST

Updated : Jul 22, 2023, 9:09 AM IST

কলকাতা ও দিল্লি, 22 জুলাই: একদিকে মণিপুরে নারী নির্যাতন। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন চলাকাালীন পশ্চিমবঙ্গের হাওড়ার পাঁচলায় বিজেপি মহিলা কর্মীকে নির্যাতনের অভিযোগ ৷ মণিপুরে নগ্ন মহিলাদের ভিডিয়ো ভাইরালের ঘটনায় পশ্চিমবঙ্গ-সহ বাকি অ-বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রে বিজেপি সরকারের প্রবল সমালোচনা করছে ৷ ঠিক সেই সময় বাংলায় পঞ্চায়েত নির্বাচনের দিন পাঁচলায় বিজেপি মহিলা কর্মীকে নির্যাতনের ঘটনা আরও একবার তুলে ধরে তৃণমূলের উপর চাপ বাড়াল গেরুয়া শিবির ৷

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেক নেতা-নেত্রী এ নিয়ে টুইট করলেন ৷ তার আগে শুক্রবার একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসে দিল্লিতে সাংবাদিকদের সামনে এই মহিলা নির্যাতনের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সকলের সামনেই কেঁদে ফেলেন বিজেপি নেত্রী ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বিজেপির মহিলা প্রার্থীকে বিবস্ত্র করে অত্যাচার, বিস্ফোরক অভিযোগ সুকান্তর

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইটারে লিখেছেন, "পশ্চিমবঙ্গ একটা ভয়াবহ জায়াগা ৷ মহিলাদের উপর সবচেয়ে জঘন্যতম অপরাধগুলি এখানে ঘটে ৷ এদিকে মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়েও রাজ্যের মহিলারা নির্যাতন থেকে রেহাই পান না ৷ এই ঘটনা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় অন্য জায়গায় গিয়ে অপরাধ নিয়ে কথা বলেন ৷ কিন্তু নিজের রাজ্যের দিকে তাকানোর সময় তাঁর নেই ৷" সুকান্তর প্রশ্ন, "পাঁচলার নির্যাতিতা কখন বিচার পাবেন?"

একটি সংবাদসংস্থা পাঁচলার ওই নির্যাতিতা মহিলা কর্মীর ভিডিয়ো প্রকাশ করেছে ৷ সেই ভিডিয়ো টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি এই ঘটনা প্রসঙ্গে লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে পশ্চিমবঙ্গের ডিজিপিকে সামনে ঠেলে তিনি এর দায় এড়িয়ে যাবেন, তাহলে তিনি ভুল করছেন ৷" এরপর ওই ভিডিয়োয় নির্যাতিতার বক্তব্য তুলে ধরা হয় ৷

ওই মহিলা সাংবাদিকের বলছেন, "ওরা বুথের বাইরে থেকে আমার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় ৷ আমাকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয় ৷ আমার জামাকাপড় ছিঁড়ে দেয় ৷ আমি এক প্রতিবেশীর কাছ থেকে শাড়ি চেয়ে পরে বাড়িতে ফিরেছিলাম ৷ আমার স্বামী সেখানে না-থাকলে ওরা আরও অনেক কিছুই করতে পারত ৷ আমার স্বামীর জন্য বেঁচে গিয়েছে ৷ আমি থানায় এফআইআর দায়ের করেছি ৷" এর জন্য বিজেপি তৃণমূলকেই দায়ী করেছে ৷

পাশপাশি, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাঁচলার মহিলা কর্মী নির্যাতনের ঘটনায় ডিজিপি মনোজ মালব্যকে আক্রমণ করেন ৷ ডিজিপি এই ঘটনা সম্পর্কে একটি সংবাদিকদের বলেন, "8 জুলাই, পঞ্চায়েত নির্বাচনের দিন এক মহিলার উপর নির্যাতনের অভিযোগ উঠেছিল ৷ 14 জুলাই এফআইআর দায়ের হয় ৷ কিন্তু তদন্তে এই নির্যাতনের সমর্থনে কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷"

আরও পড়ুন: 'মমতা নারী নির্যাতনকে ছোট ঘটনা বলেন', বাংলা নিয়ে বলতে গিয়ে চোখে জল লকেটের

এই ভিডিয়োটি পোস্ট করে শুভেন্দু লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ডিজিপি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ৷ পাঁচলার ঘটনায় ওই নির্যাতিতা মহিলা কী বলছেন, সেটা শুনুন ৷ ওই মহিলা বিজেপি প্রার্থী হিসেবে লড়েছিলেন ৷ প্রমাণের অভাব প্রসঙ্গে তিনি জানান, পুলিশ কিছু খুঁজে পায়নি কারণ, এতে রাজ্য সরকার লজ্জায় পড়বে ৷

Last Updated : Jul 22, 2023, 9:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details