পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu on Woman Tortured : পুলিশ কি সামনে দাঁড়িয়ে থেকে ধর্ষণ করিয়েছিল, প্রশ্ন শুভেন্দুর - তৃণমূল নেতা কুতুবুদ্দিন মল্লিক

গতকাল রাতে নির্যাতিতা মহিলাকে দেখতে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ এই ঘটনায় অভিযুক্ত অঞ্চল সভাপতি আর যুব অঞ্চল সভাপতিকে গ্রেফতার করার পর ছেড়ে দেওয়া প্রসঙ্গে পুলিশ সুপারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷

হাসপাতালে শুভেন্দু অধিকারী
হাসপাতালে শুভেন্দু অধিকারী

By

Published : Aug 10, 2021, 1:19 PM IST

Updated : Aug 10, 2021, 5:03 PM IST

বাগনান, 10 অগস্ট : যাঁর অর্ধাঙ্গিনী তৃণমূল কংগ্রেসের বিধায়িকা, তাঁর স্বামীর কাছ থেকে নিরপেক্ষ তদন্ত আশা করবেন কী করে ? প্রশ্ন তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার রাতে বাগনানের বাইনানে বিজেপি কর্মীর অনুপস্থিতিতে তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷ গতকাল রাতে হাসপাতালে ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু ৷ সেখানে তিনি সংবাধমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে এই কথা বলেন ৷ উঠে এল আরও নানা প্রসঙ্গ ৷

নির্যাতিতা মহিলার শারীরিক অবস্থা প্রসঙ্গে-

দেখুন, উনি তো কথা বলার মতো অবস্থায় নেই ৷ নাকে অক্সিজেন লাগানো আছে ৷ কেমন আছেন জিজ্ঞেস করলাম ৷ চোখ থেকে জল পড়ল ৷ এর বাইরে আর কী বলা যেতে পারে ? বললাম যে অভিযুক্তদের দেখলে চিনতে পারবেন, মাথা নাড়লেন ৷ সকলের মাঝখানে ফেলে রেখেছে ৷ ট্রিটমেন্টের কোনও ব্যবস্থা নেই ৷ একটা নল লাগানো আছে অক্সিজেনের ৷ আমরা এখান থেকে বেসরকারি হাসপাতালে শিফট করব ৷ আমি বেসরকারি হাসপাতালের নাম বলছি না ৷ আর যদি হাসপাতাল না ছাড়ে, তাহলে তাঁর স্বামী, যিনি আমাদের পার্টির একনিষ্ঠ কর্মী, তিনি দরকার হলে রিস্ক বন্ড নিয়ে চলে যাবেন ৷ কারণ তাঁকে সুস্থ করে কথা বলানোটাই প্রায়োরিটি ৷

গ্রেফতার হয়েছে যারা

কোনও গ্রেফতার হয়নি এখনও পর্যন্ত ৷ আপনারা টিভিতে সারাদিন ধরে তৃণমূলের অঞ্চল সভাপতি কুতুব আর যুব সভাপতি দেবাশিস রানার নাম দেখিয়েছেন ৷ সেই দুটো লোককে ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস যে দুটো নাম দিয়েছে, তার মধ্যে আবার একজনের নামে এফআইআর-ও নেই ৷ তার মানে অভিযোগকারিণী বা তাঁর স্বামী যার নাম বলেননি, তাকেও পুলিশ জানতে পেরে গেল, তাহলে পুলিশ দাঁড়িয়ে থেকে রেপ করিয়েছে ?

হাসপাতাল সুপার প্রসঙ্গ

এখানে ইতিমধ্যে এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক, এসপি, প্রশাসন এরা চাপ দিয়েছে ৷ সুপার তো থরথর করে কাঁপছেন ৷ কোনও কথার উত্তর দিতে পারছেন না ৷ বলছেন, "স্যর আমার চাকরি চলে যাবে ৷" কেন চাকরি চলে যাবে ? কার চাপ ? প্রাথমিক ভাবে মেডিকেল সেলের চিকিৎসক অর্চনা মজুমদার আমাকে রিপোর্ট করলেন, এখানে মলেস্টেশন করে দিয়েছে, রেপকে উড়িয়ে দিয়েছে, ফিজিকাল অ্যাসল্ট লেখা হয়েছে ৷

হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

অভিযুক্তদের ছেড়ে দেওয়া

এই কুতুবের মতো তথাকথিত মাননীয় দুধেল গাইরা, তারা এইসব করে বেড়াচ্ছে ৷ তার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে ৷ কারণ এই জেলার যিনি এসপি, তাঁর স্ত্রী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এমএলএ ৷ অর্ধাঙ্গিনী যদি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়, সেই এসপি-র থেকে সিআরপিসি (CRPC), আইপিসি (IPC)-তে জাস্টিস পাবেন কোথায় ?

ভোট-পরবর্তী হিংসাত্মক ঘটনা

পোস্ট পোল ভায়োলেন্সে খেজুরির 60 বছরের বৃদ্ধাকে, 8 বছরের নাতির সামনে রেপ করা হয়েছে ৷ ধর্ষণের ছবি আর নাম বলে খুব একটা আনন্দের বিষয় হয় না, এতে মাতৃশক্তিকে, নারীজাতিকে আরও বরঞ্চ লজ্জায় ফেলে দেওয়া হয় ৷ এরকম ঘটনা গোটা পশ্চিমবঙ্গে হয়েছে ৷

নির্যাতিতার চিকিৎসা ও পরবর্তী পদক্ষেপ

এনার ক্ষেত্রেও প্রথমে ভাল চিকিৎসা, কালকেই মেলের মাধ্যমে নির্যাতিতার স্বামীকে দিয়ে এনএইচআরসি-তে (National Human Rights Commission) অভিযাগ জানানো হবে ৷ কারণ ধর্ষিতা রমণী অভিযোগ জানানোর মতো অবস্থায় নেই ৷ সঙ্গে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ জানানো ৷ এই কাজগুলো আমরা কালই করব ৷ এটা নিশ্চিত থাকতে পারেন, যত দূর নিয়ে যেতে হয়, আমরা এই কেসটা নিয়ে যাব ৷ কলকাতার উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট আছে ৷ যেখানে যা করার করব এবং পুলিশের রোলটাও তদন্তে আসা উচিত ৷ কারণ পুলিশ প্রথমে এফআইআর নিতে চায়নি, এটা একটা বড় অভিযোগ ৷

কুতুবুদ্দিন মল্লিক, দেবাশিস রানাকে ছেড়ে দেওয়া

যাঁদের আনা হয়েছে, এখুনি বলে ফেললে তো সিসিটিভি ফুটেজগুলোকে নষ্ট করবে ৷ থানাতে তো সিসিটিভি আছে ৷ তার থেকে বড় কথা আপনারা 3-4 টে চ্যানেলে দেখিয়ে দিয়েছেন ৷ অঞ্চল সভাপতি কুতুব আর অঞ্চল যুব সভাপতি দেবাশিস ৷ এদের গ্রেফতার করা হয়েছে, আরও দু'জনকে তুলে আনা হয়েছে ৷ এসব সারাদিন ধরে বাজিয়েছেন ৷ কিন্তু ওই দু'জন পদাধিকারী, যাঁদের নাম এফআইআর-এ আছে, এদের ছেড়ে দিয়ে নন-এফআইআর নেমকে ফরোয়ার্ড করা হয়েছে, শুধুমাত্র পিঠ বাঁচানোর জন্য ৷ এর বিরুদ্ধে আমরা যা যা করার সবটাই করব ৷ আমাদের মহিলা সংগঠনের পক্ষ থেকে কোভিড বিধি মেনে এর বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি ৷

এসপি-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ?

এসপি-র উপর কোনও ব্যক্তিগত অভিযোগ নেই, পড়াশুনো করে আইপিএস হয়েছেন তো ৷ কিন্তু নিরপেক্ষতা আশা করা যায় না, কারণ ওঁর অর্ধাঙ্গিনী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়িকা ৷ ব্যক্তিগত কোনও আক্রমণ নেই ৷ এই জন্যে নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন ভোটের সময় সরিয়ে দিয়েছিল ৷

তবে কোর্টের নির্দেশর পরও মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে আমরা অন্তত 100 টা উদাহরণ দিতে পারি, বাড়ি ঢোকার পরও অত্যাচারিত হয়েছেন ৷ এখানে শুধুমাত্র আসামী বদল নয়, রিপোর্টকে প্রভাবিত করা হয়েছে ৷ প্রাথমিক রিপোর্টে গ্যাংরেপ-এর বদলে শ্লীলতাহানি করা হয়েছে ৷ রেপ-এর সেকশন বদলে মলেস্টেশন-এর 354 সেকশন লাগানোর ব্যবস্থা করা হয়েছে ৷ এই মহিলাকে, মাকে, দিদিকে আগে বাঁচানো দরকার ৷

আসামী বদল

আপনারাই তো সারাদিন ধরে দুটো নাম দেখিয়েছেন ৷ সারাদিন ধরে পশ্চিমবাংলার লোককে বলেছেন ৷ বাইনানের আমতা বিধানসভা, বাগনান ব্লক, বাগনান থানা, বাইনানের অঞ্চল সভাপতি, বাইনানের অঞ্চল যুব-সভাপতি গ্রেফতার হয়েছে ৷ তার পরে অশ্বত্থামা হত ইতি গজ ৷

সিসিটিভি ফুটেজ

আমরা কেন দেখতে চাইব সিসিটিভি ফুটেজ ? আমাদের দেখার দরকার নেই ৷ কী করতে হবে আমরা ভাল জানি ৷

Last Updated : Aug 10, 2021, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details