পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

''তৃণমূল কংগ্রেস কি কম্পানি ? ডিরেক্টর কে?'' মমতাকে খোঁচা মুকুলের - BJP

সম্প্রতি হালিশহরের বেশকিছু কাউন্সিলরকে দিল্লি নিয়ে গিয়ে BJP-তে যোগদান করার মুকুল রায় । ঘটনার দু'দিন যেতে না যেতেই ফের তাঁরা তৃণমূলে ফিরে আসেন। এই প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "তাঁরা BJP-র হয়ে লড়াই করেননি । তাঁদের মনে হয়েছে যে ফের দল বদলের প্রয়োজন । তাই তাঁরা দল বদল করেছেন ।" আজ দলীয় একটি সভায় যোগ দিয়ে এই কথা বললেন BJP নেতা মুকুল রায় । সেখানে তাঁর হাত ধরে BJP-তে যোগ দেন বেশ কিছু শিক্ষক ।

মমতাকে খোঁচা মুকুলের

By

Published : Jul 14, 2019, 5:08 PM IST

হাওড়া, 14 জুলাই : ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন মুকুল রায়। আর্থিক কারচুপির অভিযোগও আনলেন তৃণমূলের বিরুদ্ধে। হাওড়ার একটি দলীয় সভায় মুকুল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রশান্ত কিশোরকে পেমেন্ট করা হচ্ছে CSR ফান্ড থেকে । কিন্তু, CSR ফান্ড কম্পানির ক্ষেত্রেই থাকে । তাহলে কি তৃণমূল কংগ্রেস একটি কম্পানি ? যদি তাই হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ম্যানেজিং ডাইরেক্টর কে ?" সেখানে তাঁর হাত ধরে BJP-তে যোগ দেন বেশ কিছু শিক্ষক ।

সম্প্রতি হালিশহরের বেশ কয়েকজন কাউন্সিলরকে দিল্লি নিয়ে গিয়ে BJP-তে যোগদান করার মুকুল রায় । ঘটনার দু'দিন যেতে না যেতেই ফের তাঁরা তৃণমূলে ফিরে আসেন। এই প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "তাঁরা BJP-র হয়ে লড়াই করেননি । তাঁদের মনে হয়েছে যে ফের দল বদলের প্রয়োজন । তাই তাঁরা দল বদল করেছেন ।"

অন্যদিকে, হালিশহরের কাউন্সিলরদের দলবদল প্রসঙ্গে ভাটপাড়া BJP নেতা তথা সাংসদ অর্জুন সিং বলেন, তিনি মুকুলবাবুকে নিষেধ করেছিলাম ওই কাউন্সিলরদের দলে না নিতে । কিন্তু, মুকুল বাবু শোনেননি । এর উত্তরে মুকুলবাবু জানিয়েছেন, "তাঁরা BJP-তে আসবেন বলে আমার কাছে আবেদন জানিয়েছিলেন । সেই জন্যই তাঁদের দলে যোগদান করানো হয়েছিল । আমি যেহেতু দলের প্রবীণ নেতা তাই আমি একটু নরম। অর্জুন যুবক তাই ও টাফ । সেই জন্যই ও এই কথা বলেছে ।"

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দাগেন মুকুল । অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল বাবুকে বলেছিলেন, মুকুল বাবু নিজের এলাকা সামলাতে পারেন না, তাই তৃণমূল বিধায়কদের সঙ্গে তিনি কীভাবে যোগাযোগ রাখবেন । এই প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "আমি এখনও দাবি করছি তৃণমূলের 107 জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছে । আমার কাছে প্রয়োজনীয় নথিও রয়েছে।''

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details