বালি, 10 সেপ্টেম্বর : দলীয় কর্মীর থেকে মোটা টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল BJP-র নেতার বিরুদ্ধে । 10 লাখ টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ । ওই BJP নেতার বিরুদ্ধে বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
বালি বাজার এলাকার গোস্বামী পাড়ার বাসিন্দা সৌরভ পাল । বালি মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদকও তিনি । ঘূর্ণিঝড় আমফানের সময়ে তাঁর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । কিন্তু যেহেতু তিনি বিরোধী দলের সঙ্গে জড়িত, তাই আমফান ক্ষতিপূরণের সরকারি আর্থিক সাহায্য থেকে তিনি বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করেছিলেন । আর সেই কারণেই শরণাপন্ন হয়েছিলেন বালি মণ্ডল-1 এর সভাপতি রাধারঞ্জন গোস্বামীর । ভেবেছিলেন, তিনি হয়ত সরকারি ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন ।
কিন্তু অভিযোগ, রাধারঞ্জন গোস্বামী আর্থিক ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার বিনিময়ে 10 লাখ টাকা চান সৌরভ পালের কাছে । এতগুলো টাকা সৌরভ দিতে পারবে না বলে জানান রাধারঞ্জনকে । কিন্তু তারপরেও মানেননি বালি মণ্ডল-1 সভাপতি । একবারে না দিতে পারলে কয়েক দফায় সেই টাকা দেওয়ার জন্য সৌরভকে চাপ দিতে থাকেন বলে অভিযোগ ।
আরও পড়ুন :আমফানের ক্ষতিপূরণ বন্টনে দুর্নীতি, এক সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের