কলকাতা, 28 জানুয়ারি : অমিত শাহের সভাতেই বড় চমক দিতে পারে বিজেপি ৷ 31 জানুয়ারি হাওড়ার ডুমুরজলাতে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ ৷ ওই সভাতেই তৃণমূলের একাধিক হেভিওয়েট মন্ত্রী ও বিধায়ক গেরুয়া শিবিরে পদ্ম পতাকা হাতে তুলে নিতে পারেন ৷
বিজেপি সূত্রে খবর, শুভেন্দুর মতোই রবিবার অমিত শাহের হাত থেকে পদ্ম শিবিরে যোগ দিতে পারেন ডোমজুড়ের বিধায়ক ও প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে শুধু রাজীবই নয়, ওই দিনই বিজেপিতে যোগদান করতে পারেন বালির বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া ৷ এছাড়া প্রাক্তন ক্রীড়াপ্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল ও হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীও যোগ দিতে পারেন বিজেপিতে । এমনকী অভিনেতা রুদ্রনীল ঘোষও হয়ত ওই সভাতেই বিজেপিতে যোগ দিতে পারেন।