পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়ায় ছেঁড়া হল BJP-র পতাকা ও ফেস্টুন, অভিযুক্ত তৃণমূল - tmc

ছিঁড়ে ফেলা হল BJP-র পতাকা ও ফেস্টুন। তৃণমূলের কর্মীরা ছিঁড়েছে বলে অভিযোগ BJP-র।

ছিঁড়ে ফেলা হয়েছে BJP-র পতাকা

By

Published : Apr 16, 2019, 11:32 AM IST

Updated : Apr 16, 2019, 11:37 AM IST

হাওড়া, 16 এপ্রিল : হাওড়ায় BJP-র দলীয় পতাকা ও প্রার্থীর প্রচারের ফেস্টুন ছিঁড়ে ফেলা হল। অভিযোগের তির তৃণমূলের দিকে। হাওড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের ঘটনা।

গতরাতে হেম চক্রবর্তী লেন, জয় নারায়ণ লেন, কালী কুণ্ডু লেন, নেতাজি সুভাষ রোডে BJP-র একাধিক পতাকা ও দলের এই কেন্দ্রের প্রার্থী রন্তিদেব সেনগুপ্তর ছবি দেওয়া ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ। BJP-র অভিযোগ, স্থানীয় তৃণমূলকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত।

ভিডিয়োয় শুনুন BJP কর্মীর বক্তব্য

স্থানীয় এক BJP নেতার বক্তব্য, "শাসকদল ভাবছে নকুলদানা দিয়ে, ফেস্টুন ছিঁড়ে মানুষের মন জয় করবে। কিন্তু, এসব করে ভোট পাওয়া যায় না। মানুষ ঠিক করে রেখেছে কোথায় ভোট দেবে। সব উত্তর মিলবে 23 মে।" তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Last Updated : Apr 16, 2019, 11:37 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details