হাওড়া, 6 অগস্ট: পঞ্চায়েত নির্বাতনের ময়নাতদন্ত প্রায় শেষ ৷ এ বার পাখির চোখ লোকসভা নির্বাচন ৷ তাই ভুলভ্রান্তি চিহ্নিত করে দলকে নতুন করে সাজানো শুরু করে দিল রাজ্য বিজেপি ৷ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলীয় সাংগঠনিক পদে রদবদল করল পদ্মশিবির । রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রবিবার রাজ্যের একাধিক জেলার সভাপতি পদে পরিবর্তনের তালিকা প্রকাশ করেছেন । হাওড়া জেলাতে পুরনো সভাপতিকে সরিয়ে নতুন সভাপতির নাম ঘোষণা করা হয় । হাওড়া সদরের সভাপতি হিসাবে নতুন দায়িত্ব দেওয়া হয় রমাপ্রসাদ ভট্টাচার্যকে ।
পদ্মশিবিরের এই নেতা সংঘের সঙ্গেই দীর্ঘদিন ধরে যুক্ত বলে সূত্রের খবর । পাশাপাশি রাজ্য বিজেপির বস্তি উন্নয়ন সেলের সভাপতি হিসাবেও তিনি দায়িত্ব সামলেছেন । অপরদিকে, হাওড়া গ্রামীণের সভাপতি হিসাবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে অরুণপাল চৌধুরীকে । 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তাঁকে গ্রামীণ হাওড়ার সভাপতির পদে বসানো হয় । রবিবার পুনরায় তাঁকেই গ্রামীণ হাওড়ার বিজেপি সভাপতি হিসাবেই নিযুক্ত করল দল । তিনিও সংঘের সাংগঠনিক ব্যক্তি হিসাবেই দলে পরিচিত ।