আমতা, 26 ফেব্রুয়ারি : টিআই প্যারেডে মিলল না আনিশ খানের হত্যাকারী, জানিয়েছেন সালেম খান ৷ শুক্রবার হাওড়া কোর্টের তিনজন আইনজীবীকে নিয়ে সালেম খান, আনিশের দাদা সাবির খান-সহ সিট-এর সদস্যরা উলুবেড়িয়া উপ সংশোধনাগারে যান । সেখানে ছিলেন বারাসত আদালতের বিচারক । তাঁর উপস্থিতিতে হয় হবে টিআই প্যারেড ৷ এরপর ছেলে হারানো সালেম খানের সঙ্গে দেখা করতে হাওড়ার আমতায় যান বামফ্রন্টের প্রবীণ নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ একটি প্রতিনিধি দল (Veteran Left Front leader Biman Bose meets Anish Khan Father in Amta Howrah) ৷
তাঁর সঙ্গে দেখা করে তৃণমূল সরকারকে খোঁচা মেরে সাংবাদিকদের বিমান বসু বলেন, "আনিশের বাবার পিঠের শিরদাঁড়া সোজা আছে । নকল লোকেদের দাঁড় করিয়ে শনাক্তকরণ হয় না ৷" তাঁর দাবি, ঘটনার দিন রাতে যারা এসে আনিশকে খুন করল, তাদের গ্রেফতার করতে হবে । তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রবীণ নেতা বলেন, "সব বিষয় নিয়ে খেলে । তবে রাজনীতিটা খেলার জিনিস নয় । আজ তদন্তের ব্যাপারেও রাজ্য সরকার খেলছে ৷"
বিমান বসুর দাবি, টিআই প্যারেডে নকল লোকেদের সাজিয়ে নিয়ে আসা হয়েছিল । "আসল লোকেদের নিয়ে এলে, টিআই প্যারেডে আবার যাব", প্রবীণ বামনেতাকে জানিয়েছেন সালেম খান ৷ আনিশ খান নিম্ন মধ্যবিত্ত ঘরের একজন মেধাবি ছাত্র ৷ তাকে সরিয়ে দিয়ে দেশের সম্পদ নষ্ট করা হল, আক্ষেপ করেন বামনেতা । তাঁর অভিযোগ, সরকারের চক্রান্তে এই ধরনের কাজ হচ্ছে এবং তা গণতন্ত্রের পক্ষে অশুভ ।
আরও পড়ুন : Anish Khan death case: বারাসত জেলা বিচারপতির উপস্থিতিতে টিআই প্যারেডে আনিশের বাবা