পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-র পৌরনিগম দখল অভিযানে ধুন্ধুমার হাওড়ায় - howrah

BJPর অভিযান ঘিরে ধুন্ধুমার হাওড়া পৌরনিগম । জল কামান ব্যবহার করে BJP কর্মীদের আটকানোর চেষ্টা ।

BJP-র হাওড়া পৌরনিম দখল অভিযান

By

Published : Jun 17, 2019, 1:26 PM IST

Updated : Jun 17, 2019, 3:39 PM IST

হাওড়া, 17 জুন : BJP-র "পৌরনিগম দখল" অভিযানে ধুন্ধুমার । হাওড়া পৌরনিগম কার্যালয়ে আজ সকালে অভিযান করে জেলা BJP । অভিযান আটকাতে পৌরনিগম চত্বরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ । BJP কর্মীরা পৌরনিগমের কাছে আসতেই পুলিশ তাঁদের আটকায় । পুলিশ ও BJP সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ । সামনের দিকে বাধা পেয়ে BJP-র কিছু কর্মী পৌরনিগমের পেছনের গেটে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেস্টা করে । সেখানেও পুলিশ তাদের আটকালে ধুন্ধুমার বেধে যায় ।

BJP-র পৌরনিগম অভিযানে ধুন্ধুমার হাওড়ায়
Last Updated : Jun 17, 2019, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details