হাওড়া, 30 জানুয়ারি: "হাতের সামনে আর কিছু না হোক, চপ্পল তো পাবেন ৷ তাই দিয়েই 'দিদির দূত'দের তাড়া করবেন !" সোমবার হাওড়ার সাঁকরাইলে আয়োজিত একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে একথা বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh on Didir Doot) ৷ তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন হাওড়া সদর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ ৷ পালটা 'সব কা সাথ, সব কা বিকাশ' নিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন তিনি ৷
সোমবার হাওড়ার সাঁকরাইল ব্লকের আড়গড়ি এলাকায় একটি কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি ৷ উদ্দেশ্য ছিল, আবাস দুর্নীতির প্রতিবাদে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় বিডিওকে স্মারকলিপি প্রদান ৷ সেই কর্মসূচিতেই এদিন যোগ দিতে আসেন ভারতী ৷ অনুষ্ঠান মঞ্চ থেকে উপস্থিত জনতার উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, "এই আপনাদের বলছি ৷ সাঁকরাইল ৷ দিদির দূত ! শুনেছেন তো ? আমি যদিও বলি, বাংলার ভূত ! সেই যাই হোক, দিদির দূতরা এলে হাতা, খুন্তি, ঝাঁটা, চপ্পল যা পাবেন, তাই নিয়েই তাড়া করবেন ৷ কোনও কথা বলতে দেবেন না !" পরে ভারতীকে এ নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক ৷ জানতে চান, কেন ভারতী এমন কথা বললেন ? জবাবে ভারতী বলেন, "দীর্ঘদিন মানুষের সঙ্গে বঞ্চনা করলে, মানুষ এভাবেই আশীর্বাদ করে !"