কলকাতা, 29 ডিসেম্বর: শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । প্রধানমন্ত্রীর হাত ধরেই পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সূচনা হতে চলেছে । তাছাড়া, আগামিকাল প্রধানমন্ত্রীর হাত ধরে এই রাজ্য পেতে চলেছে 7800 কোটি টাকার প্রকল্প ।
প্রধানমন্ত্রী হাওড়া স্টেশনে ট্রেনের উদ্বোধন করার পাশাপাশি কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের (National Ganga Council) বৈঠক করবেন । সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) থাকার কথা । তিনি ছাড়াও এই বৈঠকে থাকতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ।
এদিন প্রধানমন্ত্রীর এই সফরকে মাথায় রেখে নবান্ন একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা । যেহেতু আগামিকাল গঙ্গা পরিষদের বৈঠকে উপস্থিতির কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, তাই সেই বৈঠকে কী কী প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে, তা নিয়েও এক প্রস্থ আলোচনা হয়েছে এই বৈঠকে ।
ফলে এই মুহূর্তে তাঁর বাংলা সফরকে কেন্দ্র করে সাজসাজ রব কলকাতা জুড়ে । যে পথ দিয়ে প্রধানমন্ত্রী তাঁর নির্দিষ্ট কর্মসূচিতে যোগ দেবেন, সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । এসপিজির পাশাপাশি কলকাতা পুলিশ, হাওড়া জেলা পুলিশের গোয়েন্দা বাহিনী দায়িত্বে থাকছে ৷