পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vande Bharat Express: বঙ্গের বন্দে ভারতে স্থান পেল না বাংলা শব্দ, সমালোচনায় সরব তৃণমূল - বন্দে ভারত এক্সপ্রেসে নেই বাংলা লেখা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুক্রবার উদ্বোধন হতে চলেছে ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। কিন্তু তার আগেই ভাষা বিতর্কে জড়াল ভারতের দ্রুততম এই ট্রেন ৷

Etv Bharat
বন্দে ভারত এক্সপ্রেসে বাংলা লেখা না থাকায় সরব তৃণমূল

By

Published : Dec 29, 2022, 9:03 PM IST

বন্দে ভারত এক্সপ্রেসে বাংলা লেখা না থাকায় সরব তৃণমূল

হাওড়া, 29 ডিসেম্বর: ট্রেন চলবে বাংলায় ৷ তবু তাতে ব্রাত্য বাংলা ভাষা ৷ লেখা শুধু ইংরেজি ও হিন্দি ৷ বাংলার মানুষের জন্য যখন ট্রেন তখন বাংলা ভাষায় কেন লেখা হল না (Bengali Word is Missing from Howrah NJP Vande Bharat Express Train Sparks Controversy)? বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের আগেই এই নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তাঁদের কথায়, বাংলায় চালিত ট্রেনে কেন শুধু ইংরেজি ও হিন্দি ভাষা থাকবে ? এটা বাংলা ভাষার অপমান, রাজ্যের অপমান ৷ কেন্দ্র জোর করে হিন্দি চাপিয়ে দিতে চাইছে(Vande Bharat Express Train Sparks Controversy)৷

এই বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের সদর হাওড়ার সভাপতি কৈলাশ মিশ্রের অভিযোগ, বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বাঙালি ও বাংলাকে বঞ্চনা-অপমান করে যাচ্ছে । হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেনে এই রাজ্যের বাসিন্দারাই যাতায়াত করবেন তাই বাংলা ভাষায় লেখা দরকার ছিল ৷ এই দেশে প্রতি দশ পনেরো কিমি এগোলে ভিন্ন ভিন্ন ভাষার প্রচলন । সেখানে নানা জাতি, নানা ভাষার দেশে এই ধরনের কাজ একদমই অনুচিত ৷

আরও পড়ুন :নেহরুর আগমনের 65 বছর পর হাওড়া স্টেশনে মোদি, কোন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে ?

এই বিষয়ে হাওড়া স্টেশনের যাত্রী শিবানী গায়েন জানান, এই ট্রেন চালু হলে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি হয়ে প্রায় সাড়ে সাত ঘণ্টায় দার্জিলিং পৌঁছে যেতে পারবেন পর্যটকরা । একই জায়গাতে যেহেতু কোচগুলো তৈরি হয় বলেই হয়তো বাংলাতে আলাদা করে লেখার সুযোগ ছিল না । যেহেতু সরকারি ভাষা হিন্দি ও বিদেশি পর্যটকদের কাছে ইংরেজিটা গ্রহণযোগ্য তাই করা হয়েছে । তবে পরবর্তীতে সংশ্লিষ্ট রাজ্যের ভাষাও অন্তর্ভূক্ত করা প্রয়োজন ৷

যদিও বাংলা ভাষা না লেখাকে কোনও বিতর্কের মধ্যেই ধরতে নারাজ মালদা উত্তরের বিজেপি বিধায়ক শিরোপা মিত্র চৌধুরী বলেন,"বন্দে ভারত নিয়ে রাজ্যবাসী খুবই আনন্দিত । এর আগে গুজরাত-সহ অন্যান্য রাজ্যে প্রধানমন্ত্রী বন্দে ভারত চালু করেছেন । এত দ্রুত কলকাতায় চালু করছে এটা ভীষণ আনন্দের বিষয় । রেল সর্বভারতীয় । তাই এক্ষেত্রে হিন্দি ও ইংরেজি ভাষাই ব্যবহার করা হয় । এক্ষেত্রেও তাই হয়েছে ৷

পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর জানান, দেশে ছয়টি বন্দে ভারত ট্রেন ইতিমধ্যেই চলছে । কোনও রাজ্যের আঞ্চলিক ভাষাতে বন্দে ভারত নামটি ওই ছয়টি ট্রেনে লেখা হয়নি । এমনকি দক্ষিণ ভারত থেকেও এই নিয়ে কেউ কোনও প্রশ্ন তোলেনি । তাই এই রাজ্যে বাংলা নিয়ে বিতর্ক তৈরি হলে সেই বিষয়ে তিনি কিছু বলবেন না ।

আরও পড়ুন :শুধু বন্দে ভারতের উদ্বোধন নয়, বাংলাকে প্রায় 8 হাজার কোটির প্রকল্প দেবেন মোদি

ABOUT THE AUTHOR

...view details