হাওড়া, 11 জানুয়ারি: বাংলা অনূর্ধ্ব-16 দলের তরুণ ক্রিকেটারের মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ায় (Bengal Under 16 Team Cricketer Rohit Yadav Died by Suicide due to Financial Problems)। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তালিকায় নাম থাকার পরেও অবসাদের কারণে আত্মঘাতী হল উদীয়মান এই ক্রিকেটার রোহিত যাদব (18)। পরিবার সূত্রে খবর, তাঁর নাম বাংলা ক্রিকেট দলের প্রথম এগারোতে রয়েছে । বুধবার সকালে ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।
বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করার পর তড়িঘড়ি স্থানীয় টিএর জয়সওয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপরই ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন রোহিতের মা ৷ এই ঘটনায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান বিষ অথবা অ্যাসিড জাতীয় কিছু খেয়েই আত্মহত্যা করেছে রোহিত ৷ সূত্রের খবর, রোহিত অনূর্ধ্ব-16 বাংলা ক্রিকেট দলে প্রথম এগারোর মধ্যে মনোনীত হয়েছিল । তবে পরিবারে আর্থিক অনটনের কারণে সে খেলা চালিয়ে রাখতে বন্ধুদের কাছ থেকে অনেক টাকা ধার করে । তাঁর ও পরিবারের রোজগার সেভাবে না থাকায় ঋণের টাকা পরিশোধ না করতে পেরে মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷