চ্যাটার্জীহাট, 13 এপ্রিল : বিজেপি মহিলা মোর্চার কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়া বিধানসভার ভ্যানিশকালি এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় চ্যাটার্জিহাট থানার পুলিশ ৷ নামানো হয় র্যাফ ৷
বিজেপি মহিলা মোর্চা নেত্রীদের অভিযোগ, এলাকায় বিজেপির অফিসের সামনে মহিলাদের নানা কুরুচিকর মন্তব্য করা হয় ৷ এমনকি তাঁদের মারধরও করা হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁরা চ্যাটার্জীহাট থানায় অভিযোগ দায়ের করেন ৷ কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে গেরুয়া শিবির ৷