হাওড়া, 12 এপ্রিল : ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়া বাঁকড়া এলাকা । গতকাল, রবিবার রাতে ডোমজুড়ের রাজিবপল্লীতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । আহত কমপক্ষে আটজন । তাঁদের মধ্যে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি চারজন ।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গতকাল রাতে তাঁদের দলের কর্মীরা ওই এলাকায় একটি পিকনিকের আয়োজন করেছিল । যখন রান্না হচ্ছিল, তখন খেলা হবে গান চলছিল । সেই সময় বিজেপি কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে । তারপর তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি শুরু হয়ে যায় । এলাকার তৃণমূল কর্মী প্রিয়ঙ্কা দলুই জানান, ঘেটু পুজো উপলক্ষে মহিলারা পিকনিক করছিলেন । তখনই চড়াও হয় বিজেপি কর্মীরা । বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা করে । ভাঙচুর করা হয় বাড়ি ঘর । এলাকার বিজেপি কর্মী শঙ্কর দেবনাথ পাল্টা অভিযোগ করেন, বিজেপি করার অপরাধে তাঁদের মারধর করে তৃণমূলের কর্মীরা । ঘরবাড়ি ভাঙচুর করা হয় ।
গতরাতে ওই এলাকায় কমপক্ষে দুই তরফের সাতটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাঁকড়া তদন্তকেন্দ্রের পুলিশ । লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা । এই মুহূর্তে ঘটনাস্থলে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।