উলুবেড়িয়া, 30 মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে 200টিরও বেশি আসন জিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ৷ যা রাজনৈতিক মহলকেও চমকে দেবে ৷ আজ উলুবেড়িয়ায় রোড শোতে অংশ নেন বিজেপি নেতা ভোজপুরি সিনেমার নায়ক মনোজ তিওয়ারি ৷ তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি ৷
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে এবার বিজেপির হয়ে লড়াই করছেন প্রত্য়ুষ মণ্ডল ৷ তাঁর সমর্থনেই আজ রোড শো হয় হাওড়ার বাউড়িয়া কেবেল মিল গেট থেকে সুরশ্রী সিনেমা হল পর্যন্ত ৷ রোড শোয়ে উপস্থিত ছিলেন মনোজ ৷
গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ওই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন পাপিয়া মণ্ডল ৷ 16.50 শতাংশ ভোট পেয়ে তিন নম্বরে ছিলেন তিনি ৷ কিন্তু আসন্ন নির্বাচনে রাজ্য়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে আশাবাদী মনোজ ৷