উলুবেড়িয়া, 6 এপ্রিল : উলুবেড়িয়ায় তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়ি থেকে উদ্ধার হল ইভিএম ও ভিভিপ্যাট মেশিন। এক সেক্টর অফিসারের বিরুদ্ধে মেশিন চুরি করার অভিযোগ ওঠে ৷ বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানালে তাঁকে সাসপেন্ড করা হয় ৷ যে চারটি মেশিন উদ্ধার করা হয়েছে সেগুলি ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে কমিশন ৷
সেক্টর অফিসারের নাম তপন সরকার ৷ যিনি ঘটনাচক্রে তুলসিবেড়িয়ার তৃণমূল নেতা গৌতম ঘোষের আত্মীয় ৷ ইভিএম চুরির সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গেরও অভিযোগ ওঠে ৷ তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় গ্রামবাসী ৷ পাশাপাশি ওই সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভও দেখায় তারা ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরন বেরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরে ভুল স্বীকার করেন অভিযুক্ত সেক্টর অফিসার।
উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী চিরন বেরার দাবি, সোমবার মাঝ রাতে 4 টি ভিভিপ্যাট মেশিন তুলসিবেড়িয়ার তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে দেওয়ার অভিযোগ ওঠে ৷ খবর গ্রামবাসীর কাছে পৌঁছাতেই তারা তৃণমূল নেতার বাড়ি ঘিরে রাখে ৷ রিগিং করতেই পরিকল্পিতভাবে এগুলি আনা হয়েছিল বলে অভিযোগ তোলে ৷ এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। জমায়েত হঠাতে পুলিশ লাঠিচার্জ করে ৷ ঘটনাস্থলে যাওয়ায় বিক্ষোভের মুখে পড়েন উলুবেড়িয়া 2 এর বিডিও। যদিও তিনি এই নিয়ে কোনও মন্তব্য করেননি ৷