জগৎবল্লভপুর , 6 এপ্রিল : আজ সকাল সাতটা থেকে রাজ্যে তৃতীয় দফার নির্বাচন শুরু হয়ে গিয়েছে । দক্ষিণ 24 পরগনা , হাওড়া ও হুগলি এই তিন জেলা মিলিয়ে মোট 31টি আসনের প্রার্থী ভাগ্য ইভিএমবন্দি হবে আজ ।
গণতন্ত্রের উৎসবে সামিল নবীন থেকে প্রবীণ সকলেই । বেলা বাড়লে গরম বাড়ার একটা প্রবণতা থাকে, তাই সে কথা মাথায় রেখেই সকাল সকাল বুথমুখী জগৎবল্লভপুরের মাকড়দহ স্কুলের দুটি বুথের ভোটাররা ।