বালি, 28 মার্চ : দোলের দিন সকালে বালি কেন্দ্রের জোট প্রার্থী দীপ্সিতা ধরকে দেখা গেল অন্য মেজাজে । বেলুড় বাজার এলাকায় আবির খেললেন ভোটারদের সঙ্গে । আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘‘এই রঙের খেলা 2 মে-তে আবারও হবে । সেদিন বালির মানুষ লাল আবিরে মাতবেন ।’’
ভোট কড়া নাড়ছে ৷ তাই রোজ দিনই নিজেদের এলাকায় প্রচারে বেরোচ্ছেন প্রার্থীরা । দোল তো উৎসব ৷ তাই এদিন উৎসবের চিত্রই ধরা পড়ল বালি কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের নির্বাচনী প্রচারে । দোলের দিন সকালে বেলুড় বাজার এলাকায় লাল আবির সহযোগে প্রচার করলেন তিনি । কোথাও তাঁকে লাল আবির দিয়ে মহিলারা রাঙিয়ে তোলেন । কোথাও আবার প্রার্থীও এলাকাবাসীর সঙ্গে লাল আবিরে দোল খেলায় মেতে ওঠেন ।