পাঁচলা, 10 এপ্রিল : পাঁচলায় বুথের তৃণমূলের এজেন্টকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ পাঁচলা বিধানসভা কেন্দ্রের 185 নম্বর বুথে ঘটনাটি ঘটে ৷
জানা গিয়েছে, পাঁচলায় ওই বুথের সামনে অনেকক্ষণ ধরেই জটলা করছিলেন তৃণমূলের একদল সমর্থক ৷ তাঁরা সেখানে উত্তেজনা ছড়াচ্ছিলেন বলে অভিযোগ ৷ এরপর কেন্দ্রীয় বাহিনী তাঁদের হটাতে লাঠিচার্জ শুরু করে ৷ তাড়া খেয়ে ছত্রভাঙ্গ হয়ে যান শাসকদলের সমর্থকরা ৷ এরপর তৃণমূল কর্মীরা বুথের পাশের এক বাড়িতে ঢুকে যান ৷ সেখানেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ ওই বুথের তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগও ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ তাঁর মাথায় চোট লাগে ৷