পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খ্যাপা ষাঁড়ের গুঁতোয় লণ্ডভণ্ড মমতার রোড শো - মমতা বন্দ্যোপাধ্যায়ে

সালকিয়ার পরে পিলখানা এলাকায় ঢুকতেই হঠাৎ করে সেই মিছিলে ঢুকে পড়ে একটি ষাঁড় । আর তাতেই ছত্রভঙ্গ হতে শুরু করে শাসক দলের মিছিল । সেই ষাঁড় লোকদের দিকে তেড়ে যেতে শুরু করে । আতঙ্কে ছোটাছুটি শুরু করেন দলীয় কর্মী সমর্থকরা ৷

ষাঁড়ের গুঁতোয় লন্ডভন্ড মমতার রোড শো
ষাঁড়ের গুঁতোয় লন্ডভন্ড মমতার রোড শো

By

Published : Apr 3, 2021, 8:50 PM IST

হাওড়া, 3 মার্চ : লণ্ডভণ্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো ৷ আজ সালকিয়াতে হাওড়ার তিন প্রার্থীর জন্য রোড শো করেন মমতা ৷ মিছিলের মাঝেই সেখানে ঢুকে পড়ে এক খ্যাপা ষাঁড় ৷ আর তাতেই বেঁধে যায় হুলুস্থুল কান্ড ৷

এদিন হাওড়ার তিনটি বিধানসভার প্রার্থীদের সমর্থনে ইছাপুর জল ট্যাঙ্কের সামনে থেকে রোড শো করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মধ্য হাওড়ার অরূপ রায়, উত্তর হাওড়ার গৌতম চৌধুরী ও শিবপুর বিধানসভার প্রার্থী মনোজ তিওয়ারির সমর্থনে ছিল এই রোড শো । রোড শো কে কেন্দ্র করে দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । সালকিয়ার পরে পিলখানা এলাকায় ঢুকতেই হঠাৎ করে সেই মিছিলে ঢুকে পড়ে একটি ষাঁড় । আর তাতেই ছত্রভঙ্গ হতে শুরু করে শাসক দলের মিছিল । সেই ষাঁড় লোকদের দিকে তেড়ে যেতে শুরু করে । আতঙ্কে ছোটাছুটি শুরু করেন দলীয় কর্মী সমর্থকরা ৷

ষাঁড়ের গুঁতোয় লন্ডভন্ড মমতার রোড শো

আরও পড়ুন:বাগনানে বিজেপির প্রচারে হামলার অভিযোগ

বেশ কিছুক্ষণ ধরে ওই অবস্থা চলার পরে তাকে সেখান থেকে সরিয়ে দিতে সক্ষম হয় দলীয় কর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details