পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাগনানে, মহিলা-শিশুদের মারধরের অভিযোগ - তৃণমূল-বিজেপি সংঘর্ষ

এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ । এই ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগও তুলেছে ৷

bjp-tmc-clash-at-bagnan
bjp-tmc-clash-at-bagnan

By

Published : Mar 24, 2021, 11:11 PM IST

হাওড়া, 24 মার্চ: তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ । ভাঙচুর চলল উভয়পক্ষের সমর্থকদের বাড়িতে । ইটের আঘাতে আহত দুই পক্ষের বেশ কয়েকজন । বিজেপির সমর্থকরা বাড়ির ভিতরে ঢুকে মহিলাদের মারধর করে বলেও অভিযোগ তুলল তৃণমূল সমর্থকরা ৷ ঘটনাটি ঘটেছে বাগনান থানার ম্যানলক এলাকায় ।

জানা গিয়েছে, বুধবার এলাকায় ভোটের প্রচারে এসেছিলেন বাগনানের বিজেপি প্রার্থী অনুপম মল্লিক । তাঁর সঙ্গে ছিলেন কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক । প্রচার শেষে এলাকার তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসা হয় তাঁদের । এরপরেই দু-পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি । কিছুক্ষণের মধ্যে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে ৷ শুরু হয়ে ইঁট ছোঁড়া-ছুঁড়ি । এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ । এই ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগও তুলেছে ৷ পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশবাহিনী ও র‌্যাফ ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাগনানে

আরও পড়ুন: কেতুগ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত 5

তৃণমূল সমর্থক স্থানীয় বাসিন্দা শেখ আয়ুব আলির অভিযোগ, বিজেপি প্রার্থী অনুপম সিংহ প্রচারের মিছিল যাচ্ছিল ৷ স্থানীয়রা তৃণমূলকে ভোট দেবে বলায় তৃণমূল সমর্থকদের বাড়িতে ঢুকে হামলা চালায় বিজেপির সমর্থকরা ৷ ইট ছোঁড়ে, কোদাল, হাঁসুয়া নিয়ে আক্রমণ করে ৷ এমনকী বোমাও মারে ৷ মহিলা, বাচ্চাদের গায়েও হাত দেওয়া হয় ৷

পালটা অভিযোগ করছেন বিজেপি সমর্থকরাও ৷ জয়ন্তী ঢালি বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিলে বেরিয়ে ছিলাম, ওরা ইচ্ছে করে গোলমাল বাধাল ৷ আমাদের বাড়িতে ঢুকে ঘরবাড়ি তছনছ করা হয়েছে ৷ পুলিশের সামনে দাঁড়িয়ে বোমা মেরেছে তৃণমূলের লোকেরা ৷

এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details