উলুবেড়িয়া, 6 এপ্রিল : বুথ পরিদর্শনে এসে আক্রান্ত হলেন নির্মল মাজির নিরাপত্তা রক্ষীরা ৷ এদিন মুক্তিচকে ঘটনাটি ঘটে ৷
আজ তৃতীয় দফার ভোটে হাওড়ায় 7 কেন্দ্রে ভোটগ্রহণ ৷ এরই মধ্যে অন্যতম উলুবেড়িয়া উত্তর কেন্দ্র ৷ আজ সেই কেন্দ্রে ভোট পরিদর্শনে বেরোন উলুবেড়িয়া উত্তরের তৃণমূলের প্রার্থী নির্মল মাজি ৷ মুক্তিচক এলাকায় ভোট পরিদর্শনের সময় তাঁর উপর হামলা চালানো হয় ৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷ বিজেপি কর্মীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ । ঘটনায় জখম হন তাঁর দুই নিরাপত্তারক্ষী ৷ প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় ।