হাওড়া, 7 এপ্রিল : নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জায়গা ছুঁয়ে ফেলতে চাইছেন অমিত শাহ ৷ বুধবারও তিনি হাজির হয়েছিল বঙ্গ ভোটের প্রচারে ৷ হুগলির সিঙ্গর থেকে হাওড়ার ডোমজুড় হয়ে প্রচার করলেন দক্ষিণ 24 পরগনার বেহালাতেও ৷ আর সেই প্রচারের মাঝে সেরে নিলেন মধ্যাহ্ন ভোজনও ৷
বুধবার অমিত শাহের প্রচার শুরু হয় হুগলির সিঙ্গুর দিয়ে ৷ যে সিঙ্গুরে এবার বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য ৷ যিনি সিঙ্গুর আন্দোলনের সময় ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ৷ পরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ৷
যদিও এবার তাঁকে প্রার্থী করেনি তৃণমূল ৷ সেই রাগে তিনি যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে ৷ তাঁকেই টিকিট দিয়েছে বিজেপি ৷ তৃণমূল কংগ্রেসের উত্থানের অন্যতম আঁতুরঘরে তাই এবার বিশেষ নজর দিয়েছে বিজেপি ৷ তার প্রতিফলন পড়ল অমিত শাহের নির্বাচনী প্রচারে ৷
সিঙ্গুর থেকে ডোমজুড়ে এসে নির্বাচনী প্রচার করেন অমিত শাহ ৷ সেখানে তিনি রোড শো করেন বিজেপির প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ৷ রাজীব বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন ৷ তাঁর প্রচারে এসে অমিত শাহ জানান, রাজীবের প্রতি মানুষের সমর্থন তিনি দেখেছেন ৷ ডোমজুড়ে জিতছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও ৷