পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10 ফেব্রুয়ারি থেকে সাধারণের জন্য় পুনরায় খুলছে বেলুড় মঠ - 10 ফেব্রুয়ারি

বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীরা শ্রী রামকৃষ্ণের মন্দির, শ্রী শ্রী সারদা মায়ের মন্দির, স্বামীজির মন্দির এবং স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্দির দেখতে পারবেন ৷ তবে, সব মন্দিরেই কোভিডের নিয়মনীতি মেনে চলতে হবে দর্শনার্থীদের ৷

belurmath-reopen-for-people-on-10-february
10 ফেব্রুয়ারি থেকে সাধারণের জন্য় পুনরায় খুলছ বেলুরমঠ

By

Published : Jan 26, 2021, 2:39 PM IST

হাওড়া, 26 জানুয়ারি : কোভিডকালে এবার দ্বিতীয় দফায় সর্বসাধারণের জন্য় খুলে দেওয়া হচ্ছে বেলুড় মঠ ৷ আগামী 10 ফেব্রুয়ারি থেকে দর্শনার্থীরা বেলুড় মঠে দর্শনের জন্য় যেতে পারবেন ৷ ওইদিন সকাল 8.30 মিনিট থেকে 11.00টা এবং বিকেল 3.30 মিনিট থেকে 5.00টা পর্যন্ত বেলুড় মঠের মূল দ্বার খুলে দেওয়া হবে ৷ আজ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ ৷

এর আগে আনলক পর্বের পর কিছুদিনের সাধারণের জন্য় বেলুড় মঠ খুলে দেওয়া হয়েছিল ৷ তবে, সে সময় রাজ্য়ে কোরোনার সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় কয়েকদিনের মধ্য়ে আবারও বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠের গেট ৷ এবার দ্বিতীয় দফায় ফের বেলুড়ের গেট দর্শনার্থীদের জন্য় খুলে দেওয়া হয়েছে ৷ এনিয়ে বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীরা শ্রী রামকৃষ্ণের মন্দির, শ্রী শ্রী সারদা মায়ের মন্দির, স্বামীজির মন্দির এবং স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্দির দেখতে পারবেন ৷ তবে, সব মন্দিরেই কোভিডের নিয়মনীতি মেনে চলতে হবে দর্শনার্থীদের ৷ যেমন মাস্ক পরা বাধ্য়তামূলক, স্য়ানিটাইজ়েশনের প্রতি খেয়াল রাখতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বেলুড় মঠ দর্শন রাখতে হবে ৷

আরও পড়ুন :চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য অতিথিশালা খুলে দিল বেলুড় মঠ

আপাতত এই নিয়মকানুন মেনে বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ ৷ তবে, পরবর্তীকালে প্রয়োজনীয় আরও অন্য়ান্য় ব্য়বস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ ৷ প্রসঙ্গত, গতবছর 25 মার্চ প্রথমবার কোভিডের কারণে বন্ধ হয় বেলুড় ৷ এরপর 80 দিন পর কড়া নিয়মের মধ্য়ে খোলা হয়েছিল বেলুড় মঠ ৷ তবে, বেলুড় মঠে সংক্রমণ শুরু হলে কর্তৃপক্ষ দর্শন বন্ধ করে দেয় ৷ এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় ফের দর্শনার্থীদের জন্য় বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details