হাওড়া, 30 অগস্ট : রীতি মেনে জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে সম্পন্ন হল দেবী দুর্গার কাঠামো পুজো ৷ স্বামী বিবেকানন্দের হাতে বেলুড় মঠে চালু হওয়া এই দুর্গাপুজো এ বছর 121 বছরে পড়ল ৷ ঐতিহ্য এবং নিয়ম মেনে মূল মন্দিরে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তির ডান দিকে এই কাঠামো পুজো করা হয় ৷ চণ্ডীপাঠের মধ্যে দিয়ে দেবী দুর্গার এই কাঠামো পুজো করা হয় ৷ তবে, করোনা পরিস্থিতির জেরে বেলুড় মঠের আবাসিক সন্ন্যাসীরাই কাঠামো পুজোয় অংশ নিয়েছিলেন ৷
করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন বেলুড় মঠ বন্ধ থাকার পর সম্প্রতি সেখানে ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ সেখানে কঠোরভাবে কোভিডবিধি মেনে প্রবেশ করতে হয় দর্শনার্থীদের ৷ তবে, আজ দর্শনার্থীদের জন্য বন্ধ করে রাখা হয়েছিল বেলুড় মঠের গেট ৷ যা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ৷ আজ বেলুড় মঠের নিয়ম অনুযায়ী কাঠামো পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল ৷ আগামিকাল থেকে দর্শনার্থীদের জন্য গেট ফের খুলে দেওয়া হবে ৷ পাশাপাশি করোনা পরিস্থিতিতে এবার দুর্গাপুজোতেও বেলুড় মঠে ভক্তদের ভিড় করতে দেওয়া হবে না ৷ বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে সরাসরি পুজোর সম্প্রচার দেখতে পারবেন ভক্তরা ৷