পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুরুপূর্ণিমার দিন ভক্তদের জন্য খোলা হবে বেলুড় মঠ - ভক্তদের জন্য খোলা হবে বেলুরমঠ

আজকে একটি ভিডিয়ো বার্তায় মঠের সন্ন্যাসী স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ জানান, আগামী গুরুপূর্ণিমার দিনে সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠের দরজা খুলে দেওয়া হবে । ওই উক্ত দিনে মঠের সমস্ত ভক্ত ও দর্শনার্থীরা মঠের মন্দিরে প্রবেশ করতে পারবেন ।

ভক্তদের জন্য খোলা হবে বেলুরমঠ
ভক্তদের জন্য খোলা হবে বেলুরমঠ

By

Published : Jul 14, 2021, 9:50 PM IST

বেলুড়, 14 জুলাই : গুরুপূর্ণিমাতে একদিনের জন্য খোলা হচ্ছে বেলুড় মঠ । মঠের মন্দিরে প্রবেশের অধিকার মিলবে ভক্তদের । সম্প্রতি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, কোভিডের তৃতীয় ঢেউ আগস্টের মাঝামাঝি সময়ে দেশে আছড়ে পড়তে পারে । যদিও রাজ্যে বিগত সাত দিন কোভিডের সংক্রমণের মাত্রা হ্রাস পেয়েছে । পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও । একই চিত্র হাওড়া জেলাতেও । তাই আগামী 24 জুলাই গুরুপূর্ণিমার জন্য বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মঠ কর্তৃপক্ষ ।

আজকে একটি ভিডিয়ো বার্তায় মঠের সন্ন্যাসী স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ জানান, আগামী গুরুপূর্ণিমার দিনে সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠের দরজা খুলে দেওয়া হবে । ওই উক্ত দিনে মঠের সমস্ত ভক্ত ও দর্শনার্থীরা মঠের মন্দিরে প্রবেশ করতে পারবেন । তিনি আরও জানান, ওই দিন বেলুড় মঠ সকাল 7 টা 30 মিনিট থেকে শুরু করে বেলা 11 টা পর্যন্ত খোলা থাকবে । বিকেলে আবার 4 টে থেকে 5 টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকবে ।

তবে মন্দিরে প্রবেশ করতে পারলেও সমস্ত সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎকার বন্ধ রাখা হবে । মঠের মহারাজেরা ভিডিয়ো বার্তার মাধ্যমে ভক্ত ও দর্শনার্থীদের জন্য আশিস পাঠাবেন । পাশাপাশি ওই দিনে মঠের অভ্যন্তরে বৈদিক মন্ত্র ও স্তোত্র পাঠ, ভজন, শ্রীশ্রী মা ও অন্য স্বামীজীদের বক্তব্য পাঠ প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান ভার্চুয়ালি শোনানোর ব্যবস্থা করা হবে । যা সকলে বেলুড় মঠের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হবে । তিনি আরও জানান রাজ্যে বিশেষ কোভিড বিধি নিষেধ জারি থাকার জন্য শুধুমাত্র মূল মন্দিরে প্রবেশ ও প্রণাম করতে পারবেন বেলুড় মঠে আগত ভক্ত ও দর্শনার্থীরা ।

ভক্তদের জন্য খোলা হবে বেলুড় মঠ

আরও পড়ুন : কলকাতায় দুর্গাপুজোর প্রস্তুতি, পুজোর সঙ্গে যুক্তদের 3 মাসের মধ্যে ভ্যাকসিনেশন

প্রসঙ্গত 22 এপ্রিল রামকৃষ্ণ মিশন ও বেলুরমঠের আবাসিক সন্ন্যাসী ও ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ । এই মর্মে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল কর্তৃপক্ষের তরফে । তাতে বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ মঠ ও মিশনের ভক্তদের বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছিলেন ৷ এতে মঠ ও মিশনের সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের সাহায্য ও সহযোগিতা প্রার্থনা করেন তিনি । ভিডিয়ো বার্তায় মহারাজ 22 এপ্রিল 2021 থেকে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ থাকার কথা জানিয়েছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details