পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Belur Math reopens : দেড় মাস পর ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ, মানতে হবে কোভিড বিধি

দীর্ঘ দেড় মাস পর ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে গেল বেলুড় মঠের দরজা (Belur Math reopens) ৷ তবে ভক্তদের মেনে চলতে হবে কোভিড বিধি (Belur Math reopens for visitors) ৷

Belur Math reopening
দেড় মাস পর ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ, মানতে হবে কোভিড বিধি

By

Published : Feb 23, 2022, 10:49 AM IST

হাওড়া, 23 ফেব্রুয়ারি : আজ থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলল বেলুড় মঠ (Belur Math reopens) । পূর্ব ঘোষণা মতো এ দিন ফের খুলে দেওয়া হল মঠের দরজা । তবে মঠের ভিতরে প্রবেশের ক্ষেত্রে মেনে চলতে হবে কড়া কোভিড বিধি (Belur Math reopens for visitors) । কোভিড বিধি মেনে চললে তবেই মঠে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে মঠ সূত্রে জানানো হয়েছে (COVID Rules) ৷ মঠ খুললেও কমিউনিটি কিচেন আপাতত চালু হচ্ছে না ৷

আজ সকাল 7টায় দর্শনার্থীদের জন্য খোলা হয় বেলুড় মঠ ৷ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত ও বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের দরজা ৷ মঠ সূত্রে জানা গিয়েছে, আগের মতোই কোভিড বিধিনিষেধ মেনে দর্শনার্থী ও ভক্তরা মঠে প্রবেশ করতে পারবেন ।

আরও পড়ুন:Belur Math to Reopen : 23 ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠের দরজা

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর সংক্রমণ রুখতে চলতি বছরের 1 জানুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল বেলুড় মঠ । শুধু গুরু পূর্ণিমার দিন ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল মঠের দরজা ।

দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর আবার বেলুড় মঠ খোলায় স্বভাবতই খুশি ভক্তরা । তবে মঠ খোলা হলেও মঠের কমিউনিটি কিচেন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details