বেলুড়, 2 নভেম্বর: বিধি মেনে মহাসমারোহে বেলুড় মঠের সারদা পীঠে আয়োজিত হয়েছে জগদ্ধাত্রী পুজো (Belur Math Jagadhatri Puja 2022) ৷ আজ নবমীর দিনে একই সঙ্গে সপ্তমী, অষ্টমী ও নবমীতিথির পুজো করা হচ্ছে বেলুড় মঠের সারদা পীঠের দেবী জগদ্ধাত্রীর ৷ আজ ভোর থেকে পুজো শুরু হয়েছে বেলুড়ে ৷
বুধবার সকাল 6 টায় পূর্বাহ্ন পুজো দিয়ে বেলুড় মঠে শুরু হয়েছে জগদ্ধাত্রী আরাধনা ৷ সকাল 11 টায় শুরু হয় মধ্যাহ্ন পুজো হয় এবং বেলা 2টো থেকে শুরু হবে অপরাহ্ন পুজো ৷ এরই মাঝে সকালে পুষ্পাঞ্জলি হয় ৷ চলে হোম যজ্ঞ, প্রসাদ বিতরণ-সহ নানা উপাচার ৷ বুধবার সন্ধ্যা সাড়ে 6টায় আরতি হয়ে জগদ্ধাত্রী পুজো শেষ হবে বলে বেলুড় মঠের তরফে জানানো হয়েছে ৷