বেলুড়, 4 জানুয়ারি: মা সারদা দেবীর জন্মতিথিতে বেলুড় মঠ ভক্তদের জন্য খোলা থাকলেও আগামী 25 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ (Belur Math Closed)। ওইদিন প্রথা মেনে বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে বেলুড় মঠে অনুষ্ঠিত হবে স্বামীজীর জন্মতিথি উৎসব। এবছর 160তম স্বামীজীর জন্মতিথি উৎসব পালন হবে বেলুড় মঠে। ওইদিন বেলুড় মঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে সাধারণ ভক্তরা প্রবেশ করতে পারবেন না ৷
বৈদিক মন্ত্রোচ্চারণ ও সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। স্বামীজীর ছবি নিয়ে প্রভাতফেরি অনুষ্ঠিত হবে মঠ প্রাঙ্গণে। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হবে। বৈদিক মন্ত্রপাঠের সঙ্গে থাকবে প্রস্তাবনা পাঠও। স্বদেশ মন্ত্রপাঠে অংশ নেবেন রামকৃষ্ণ মিশন শিল্পায়নের ছাত্ররা। এরপর আরও নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে থাকবে না ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। তাঁদের জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমের মাধ্যমে সরাসরি দেখার ব্যবস্থাও করা হবে বলেই মঠ সূত্রে জানানো হয়েছে।