রামরাজাতলা, 12 ডিসেম্বর : এতদিন তাঁদের ছবি সম্বলিত পোস্টার পড়ছিল পৃথক পৃথকভাবে। অনুগামীদের সৌজন্যে। তবে, এবার আর আলাদা নয়। ব্যানারে ঠাঁই হল একসঙ্গে। কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের। দলীয় প্রতীক ছাড়াই রামরাজাতলায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত ব্যানার ঝুলতে দেখা গেল। এনিয়ে হাওড়ার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বেশ কয়েকদিন ধরে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর। তার জেরে মন্ত্রিত্বসহ বিভিন্ন পদ থেকে সরে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম কাণ্ডারি। সম্প্রতি দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন রাজীব বন্দ্যোপাধ্য়ায়ও। অরাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে তৃণমূল এবং দলের নেতৃত্বকে কার্যত তুলোধনা করেন তিনি। আক্ষেপ করেন, স্তাবকতা করলেই বেশি নম্বর পাওয়া যায়। সেজন্যই তাঁর নম্বর কম ।