পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঋণ পাইয়ে দেওয়ার নাম করে দেড় কোটির প্রতারণা, ধৃত মহিলা - bank fraud case

ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে । হাওড়া সিটি পুলিশের বেলুড় থানা মানসী সাউ নামে ওই মহিলাকে গ্রেপ্তার করে । আজ ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয় ।

প্রতারণায় গ্রেফতার এক মহিলা

By

Published : Nov 12, 2019, 5:03 PM IST

হাওড়া, ১২ নভেম্বর : ঋণ পাইয়ে দেওয়ার নাম করে দেড় কোটি টাকার প্রতারণা । সেই অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে ধৃত ওই মহিলার নাম মানসী সাউ ।


ব্যাঙ্ক ও স্বল্প সঞ্চয় প্রকল্প থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে মানসীর বিরুদ্ধে । হাওড়া সিটি পুলিশের বেলুড় থানা মানসীকে আজ গ্রেপ্তার করে হাওড়া আদালতে পেশ করে । প্রতারণার ঘটনায় মানসীর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

মানসীর বাড়িবেলুড়ের জাঙ্গি সিং গলিতে । অভিযোগ, সে দীর্ঘদিন ধরে প্রতারণার কাজে জড়িত । প্রায় শতাধিক মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে । মানসী ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মহিলার তথ্য হাতিয়ে নেয় । সেই তথ্য ব্যবহার করে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয় । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে হাওড়া পুলিশ । যাদবপুর এলাকা থেকে তাকে আজ সকালে হাওড়া পুলিশের একটি দল গ্রেপ্তার করে ।


অন্যতম প্রতারিত সরিতা মিশ্রর অভিযোগ, "বিভিন্ন কম্পানির কাছ থেকে ঋণ নেওয়ার জন্য আমাদের ডকুমেন্ট ব্যবহার করত মানসী । কিন্তু সেই টাকা তুলে আমাদের দিত না । কিন্তু ঋণের টাকা শোধ করার জন্য কম্পানির লোকজন আমাদের তাগাদা দিত ।"

ABOUT THE AUTHOR

...view details