পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোনা এক্সপ্রেসওয়েতে ব্যাগ ছিনতাই , খোয়া গেল কোটি টাকার ড্রাফট - Kona Expressway

কোনা এক্সপ্রেসওয়েতে ছিনতাইয়ের শিকার যুবক । তার ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা । ব্যাগে ছিল 2 কোটি টাকারও বেশি মূল্যের ব্যাঙ্ক ড্রাফট ।

howrah
howrah

By

Published : Jan 9, 2021, 1:16 PM IST

হাওড়া , 9 জানুয়ারি : হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়েতে প্রকাশ্যে ছিনতাই । পুলিশের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ । স্করপিও গাড়ি করে ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা । ব্যাগে ছিল দুকোটি 67 লাখ টাকার ব্যাঙ্ক ড্রাফট ও গুরুত্বপূর্ণ কাগজ ।

হাওড়ার ইছাপুরের বাসিন্দা সায়ন কুমার শিকদার দিল্লি থেকে ওই ড্রাফট নিয়ে ফিরছিলেন । তিনি জানান, তাঁদের 2 কোটি 67 লাখ টাকা ব্যাঙ্ক জালিয়াতি হয়েছিল । সেই টাকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিকভার করে । এর পর রিজার্ভ ব্যাঙ্ক থেকে তাঁদের উদ্ধার হওয়া টাকার ডিমান্ড ড্রাফট দেওয়া হয় । সেই ডিমান্ড ড্রাফট নিয়ে দিল্লি থেকে ফিরছিলেন তিনি ।

howrah

ব্যক্তিগত গাড়িতে দিল্লি থেকে ফিরছিলেন তিনি । আসানসোলে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় বাসে করে কোনা এক্সপ্রেসওয়েতে আসেন । সেখানে নেমে পায়ের ফাঁকে ব্যাগ রেখে জ্যাকেট চেঞ্জ করছিলেন সায়ন শিকদার । সেই সময় তখনই একটি স্করপিও থেকে একজন আচমকা নেমে ব্যাগ ছিনিয়ে নিয়ে গাড়িতে উঠে পড়ে । সঙ্গে সঙ্গে গাড়িটি দ্বিতীয় হুগলি সেতুর দিকে চলে যায় ।

সায়ন শিকদার অভিযোগ করেছেন, রাস্তায় পুলিশ থাকলেও তারা দুষ্কৃতীদের ধরার চেষ্টা করেনি । চ্যাটার্জি হাট থানায় অভিযোগ দায়ের করেছেন সায়ন শিকদার । তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে রাস্তার সিসিটিভি ।

ABOUT THE AUTHOR

...view details