হাওড়া , 9 জানুয়ারি : হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়েতে প্রকাশ্যে ছিনতাই । পুলিশের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ । স্করপিও গাড়ি করে ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা । ব্যাগে ছিল দুকোটি 67 লাখ টাকার ব্যাঙ্ক ড্রাফট ও গুরুত্বপূর্ণ কাগজ ।
হাওড়ার ইছাপুরের বাসিন্দা সায়ন কুমার শিকদার দিল্লি থেকে ওই ড্রাফট নিয়ে ফিরছিলেন । তিনি জানান, তাঁদের 2 কোটি 67 লাখ টাকা ব্যাঙ্ক জালিয়াতি হয়েছিল । সেই টাকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিকভার করে । এর পর রিজার্ভ ব্যাঙ্ক থেকে তাঁদের উদ্ধার হওয়া টাকার ডিমান্ড ড্রাফট দেওয়া হয় । সেই ডিমান্ড ড্রাফট নিয়ে দিল্লি থেকে ফিরছিলেন তিনি ।