হাওড়া, 24 জুলাই: এক সপ্তাহ আগে 'আজাদি কি রেল গাড়ি অউর স্টেশনস' কর্মসূচির সূচনা করেছিল ভারতীয় রেল ৷ এই কর্মসূচির মাধ্যমে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান হয় পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে । আজ সেই অনুষ্ঠানের সমাপ্তি হল(Azadi Ki Rail Gadi Aur stations programme ends in Delhi) ৷ শেষ দিনের অনুষ্ঠানে দিল্লিতে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী(Pralhad Joshi) ।
তিনি মাদুরাই থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে ভারত গৌরব দিব্য কাশি আদি অমাবশ্য এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন । এছাড়াও এই কর্মসূচির অংশ হিসাবে 18-23 জুলাই এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা সংগ্রামীদের বিশেষ সম্মানও জানানো হয় । ভারতীয় রেলের পক্ষ থেকে বিভিন্ন ধরণের দেশাত্ববোধক নাটক, প্রভাত ফেরী ও প্রদর্শনীশালার ব্যবস্থাও করা হয় । 75টি রেল স্টেশনকে ও 27টি ট্রেনকে স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত বলে চিহ্নিত করা হয়(75th Year of Independence) ।