পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জাতীয় সংগীতের সময় ফোনে কথা মন্ত্রীর - জাতীয় সংগীত গাওয়ার সময় ফোনে কথা বললেন মন্ত্রী

মঞ্চে ছিলেন হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাওড়া পৌরনিগমের কমিশনার সহ অন্য বিশিষ্টজনরা । অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় সংগীত গাওয়া হয় । সেই সময় ফোন ধরেন অরূপ রায় ।

arup roy
অরূপ রায়

By

Published : Sep 19, 2020, 6:56 PM IST

Updated : Sep 19, 2020, 7:49 PM IST

হাওড়া, 19 সেপ্টেম্বর : জাতীয় সংগীত গাওয়ার সময় রাজ্যের মন্ত্রীর মোবাইল ব্যবহার ঘিরে বিতর্ক । আজ হাওড়া ময়দানের শরৎ সদনে রাজ্যের তরফে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় । ছিলেন সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায় । অনুষ্ঠান শেষে জাতীয় সংগীত চলার সময় আজ তাঁকে মোবাইলে কথা বলতে দেখা যায় ।

একইসঙ্গে মঞ্চে ছিলেন হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাওড়া পৌরনিগমের কমিশনার সহ অন্য বিশিষ্টজনরা । অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় সংগীত গাওয়া হয় । মঞ্চে উপস্থিত সকলেই জাতীয় সংগীত গাইছিলেন । ঠিক সেই সময় একটি ফোন আসে মন্ত্রীর ফোনে । তিনি পকেট থেকে ফোন বার করে কল রিসিভ করেন । কথা বলেন ।

এই নিয়ে পরে অরূপ রায়কে প্রশ্ন করা হয় । তিনি বলেন, "আমি ফোন ধরেছিলাম ঠিকই । কিন্তু ফোনের বিপরীতের লোককে তখনই ফোন রেখে দেওয়ার আবেদন করি । এমনকী তিনিও আর কথা বলেননি ।"

কী বললেন মন্ত্রী ?

আজ হাওড়া ময়দানের শরৎ সদনে রাজ্য সরকারের সেতু অ্যাপের সূচনা হয় । এই অ্যাপ ব্যবহারের মাধ্যমেই কোরোনা নিয়ে প্রশাসনের বিশেষ পরিষেবা মিলবে । অ্যাপের ব্যবহারে পরামর্শ পাওয়া যাবে চিকিৎসকদের থেকেও । অরূপ রায় দাবি করেন, প্রশাসনের তরফে এই সেতু অ্যাপ সাধারণ মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা নেবে ।

Last Updated : Sep 19, 2020, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details