পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lakshmi Idol : রোদের দেখা নাই, নাজেহাল প্রতিমা শিল্পীরা - হাওড়ার খবর

নাগাড়ে বৃষ্টি চলছে (West Bengal Rain) ৷ রোদের দেখা নেই ৷ ফলে লক্ষ্মী প্রতিমা (Lakshmi Idol) তৈরিতে নাজেহাল হতে হচ্ছে প্রতিমা শিল্পীদের ৷ শেষ মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রতিমা তৈরির কাজ ৷

artists facing problem in making lakshmi idol as rain continues
রোদের দেখা নাই, লক্ষ্মী প্রতিমা তৈরিতে নাজেহাল প্রতিমা শিল্পীরা

By

Published : Oct 19, 2021, 4:42 PM IST

হাওড়া, 19 অক্টোবর :রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে ৷ তবু বৃষ্টি (West Bengal Rain) পিছু ছাড়ছে না ৷ সৌজন্যে নিম্নচাপ । নাগাড়ে বৃষ্টিতে বিপাকে পড়েছেন প্রতিমা শিল্পীরা । আর কয়েক ঘণ্টা বাদেই লক্ষ্মীপুজো (Lakshmi Idol) ৷ সামনেই আসছে কালীপুজো । এত বৃষ্টির মধ্যে প্রতিমা তৈরির কাজ কীভাবে শেষ হবে তা নিয়েই কপালে চিন্তার ভাঁজ পড়েছে শিল্পীদের ৷

নিম্নচাপের বৃষ্টির কারণে আবারও আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন হাওড়ার জগতবল্লভপুর মুন্সিরহাটের প্রতিমা শিল্পীরা । কালীপুজোর এখনও কিছুটা দেরি থাকলেও দশমীর পর থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে অনেক লক্ষ্মী প্রতিমার মাটিই শুকনো করা যায়নি । ফলে শিল্পীরা তাতে রঙের প্রলেপ দিতে পারছেন না এখনও ।

দুর্গাপুজোর আগেও বৃষ্টিতে বিপাকে পড়েছিলেন প্রতিমা শিল্পীরা । দশমীর পর থেকে আবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে চলেছে । সোমবার সারাদিনই একটানা কখনও মাঝারি আবার কখনও হালকা বৃষ্টিপাত হয়েছে । রোদের মুখ দেখা না-যাওয়ায় প্রতিমার মাটি শুকনো করা যায়নি । কাঁচা অবস্থায় রং চাপালে প্রতিমা তার জৌলুস হারাচ্ছে । যা খদ্দেরদের অপছন্দ । ফলে বাধ্য হয়ে শিল্পীরা হিটার অথবা ব্লু ল্যাম্প দিয়ে লক্ষ্মী প্রতিমা শুকনো করতে বাধ্য হচ্ছেন । কিন্তু এতে বিদ্যুৎ অথবা কেরোসিন তেলের খরচের পাশাপাশি শিল্পীর পারিশ্রমিকও বেড়ে যাওয়ায় প্রতিমার দাম বাড়াতে বাধ্য হচ্ছেন শিল্পীরা ৷ কিন্তু করোনা পরিস্থিতিতে আর্থিক মন্দার কারণে খদ্দেররাও অতিরিক্ত দাম দিতে রাজি নন । ফলে বিপাকে পড়েছেন শিল্পীরা ।

আরও পড়ুন:Lakshmi Puja: বিক্রি কম লক্ষ্মী প্রতিমার, হতাশ মৃৎ শিল্পীরা

একই সমস্যা কালীমূর্তি তৈরির ক্ষেত্রেও । কারণ পরের মাসের শুরুতেই কালীপুজো । একে পুজোর সময় শিল্পীরা ছুটিতে থাকায় কাজ এগোয়নি । আর পুজো মিটতেই নেমেছে বৃষ্টি, যার ফলে দিশাহীন হয়ে পড়েছেন প্রতিমা শিল্পীরা । অভিজিৎ পাল নামে জনৈক প্রতিমা শিল্পী বলেন, "কোভিডের পর থেকে এমনিতেই বাজার মন্দা। পাশাপাশি বারবার এই নিম্নচাপের জন্য প্রতিমার কাজ শেষ করা সম্ভব হচ্ছে না । আর একদিন বাদেই লক্ষ্মী পুজো । তারপর কালীপুজো । কীভাবে সব শেষ করব জানি না ।"

রোদের দেখা নাই, নাজেহাল প্রতিমা শিল্পীরা

অপর এক শিল্পী আশুতোষ পাল বলেন, "কাঁচামালের দাম অনেক বেড়েছে । কিন্তু সে ভাবে প্রতিমার দাম আমরা বাড়াতে পারছি না । টানা বৃষ্টির জন্য প্রতিমার গায়ের মাটি শুকোতে হিটার ব্যবহার করতে হচ্ছে । এতে বিদ্যুতের খরচ বাড়ছে । সময়ও অনেক বেশি লাগছে প্রতিমা তৈরি করতে । এ ভাবে চলতে থাকলে বায়না নেওয়া প্রতিমা কীভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে পারব, বুঝতে পারছি না ৷"

আরও পড়ুন:Laxmi Puja: রানাঘাটে ফেলে দেওয়া থার্মোকল দিয়ে পুজোর সামগ্রী প্রস্তুত

দুর্গা প্রতিমা তৈরির সময়েও একই সমস্যায় পড়েছিলেন হাওড়ার প্রতিমা শিল্পীরা । সেই সমস্যা মিটতে না-মিটতেই আবার একই সমস্যায় জেরবার হয়ে যাচ্ছেন তাঁরা । তাঁদের নাজেহাল করে দিচ্ছেন বরুণদেব ৷ আবহাওয়ার এমন খামখেয়ালিপনা চলতে থাকলে প্রতিমা তৈরি ছেড়ে তাঁদের অন্য পেশায় যোগ দিতে হবে বলে আক্ষেপ শোনা গিয়েছে শিল্পীদের মুখে ৷

আরও পড়ুন: লক্ষ্মীপুজোয় অগ্নিমূল্য বাজার, দাম বেড়েছে প্রতিমারও

ABOUT THE AUTHOR

...view details