হাওড়া, 15 সেপ্টেম্বর : ভোজনরসিক বাঙালির জন্য অবশেষে সুখবর ! নানা টালবাহানা পেরিয়ে রাজ্যে ঢুকল পদ্মার ইলিশ । সামনেই মহালয়া, রান্নাপুজো । তার আগেই হাওড়ার বাজারে মৎসরসিকের ভিড় । কারণ, বেনাপোল পেট্রাপোল সীমান্ত পেরিয়ে এসেছে ইলিশ ।
লকডাউনের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল ভারত-বাংলাদেশ বাণিজ্য । তারপর আমদানি-রপ্তানি শুরু হলেও ইলিশ রপ্তানিতে বাংলাদেশের নিষেধাজ্ঞা ছিলই । তিস্তার জল বণ্টন নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে রাজনৈতিক চাপানউতরের কারণে কয়েক বছর আগে বাংলাদেশ ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে । তবে গত বছর রাজ্য সরকারের অনুরোধে বাংলাদেশ সরকার 500 মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছিল । এই বছর তার তিনগুণ ইলিশ আমদানি আসছে রাজ্যে । সব মিলিয়ে 1450 মেট্রিক টন পদ্মার ইলিশ আসছে কলকাতা পার্শ্ববর্তী বাজারে ।