বালি, 1 মার্চ : কিভ কিংবা খারকিভের মতো ইউক্রেনের টার্নোপিল শহরে রুশ সেনা এখনও সেভাবে তাদের আগ্রাসন দেখায়নি ৷ কিন্তু যুদ্ধের আবহে সেই শহরেও আতঙ্ক কিছু কম ছিল না ৷ রাত নামলেই আলো নিভিয়ে ঘর অন্ধকার করে দেওয়ার নির্দেশ আসত প্রশাসনের তরফে ৷ এই বুঝি সাইরেন বেজে ওঠে, কান খাঁড়া থাকত সবসময় ৷ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ঘরে ফিরে এলেও রোমহর্ষক সব স্মৃতি বারে বারে ফিরে আসছে বালির মেডিক্যাল পড়ুয়া অন্বেষা দাসের (Anwesha Das back to Bali from Ukraine with horrible experiences) ৷
ইটিভি ভারত-কে দেওয়া প্রতিক্রিয়ায় অন্বেষা জানান, রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকেই ভয়ে ভয়ে দিন কাটতো ৷ প্রশাসনের নির্দেশে সন্ধে নামলেই ঘরের সব আলো নিভিয়ে রাখার পরামর্শ ছিল। প্রত্যেকটা রাতে সঙ্গী ছিল উদ্বেগ আর ভয় ৷ এই বুঝি সাইরেন বেজে ওঠে। আর সাইরেন বাজলেই অন্ধকারেই ছুটে যেতে হবে বাঙ্কারে । ইউক্রেনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে গড়গড় করে সব বলে যাচ্ছিলেন অন্বেষা (Coming back to Bali Anwesha recalls her experiences of Ukraine) ৷