আমতা, 22 ফেব্রুয়ারি : আনিশ খান মৃত্যু তদন্তে (Anish Khan Murder Case) গঠিত রাজ্য সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দলকে খালি হাতেই ফিরতে হল ৷ সোমবার সন্ধ্যায় এডিজি সিআইডি মিরাজ খালিদের নেতৃত্বাধীন সিটের আধিকারিকরা আমতা থানায় পৌঁছান ৷ সেখান থেকে গভীর রাতে আনিসের বাড়ি যাওয়ার জন্য বের হন তাঁরা ৷ কিন্তু, মাঝ রাস্তা থেকেই তাঁদের ফের আমতা থানায় ফিরতে হয় (SIT Could Not Enter Anish Khan Village in Amta) ৷ জানা গিয়েছে, গ্রামবাসীরা রাত জেগে পাহারা দিচ্ছিলেন, যাতে পুলিশ গ্রামে ঢুকতে না পারে ৷
শুক্রবার রাতে ছাত্রনেতা আনিশ খানকে খুনের ঘটনায় তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ তদন্তাকারী দল গঠন করা হয়েছে ৷ যে দলে রয়েছেন এডিজি সিআইডি মিরাজ খালিদ ৷ তাঁর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় তদন্তকারী দল আমতা পৌঁছায় ৷ কিন্তু, ঘটনাস্থলে যাওয়া হল না তাঁদের ৷ গ্রামবাসীরা গ্রামে ঢোকার পথ আগলে রাখায় মাঝরাস্তা থেকেই কলকাতায় ফিরতে হল তদন্তকারীদের ৷ এমনকি আনিশের পরিবার রাতে তাঁদের ঘরে তালা দিয়ে রেখেছিল ৷ যাতে কেউ প্রবেশ করতে না পারে ৷
মিরাজ খালিদ ছাড়াও তদন্ত কমিটিতে রয়েছেন ব্যারাকপুর কমিশনারেটের জয়েন্ট সিপি ধ্রুবজ্যোতি দে এবং হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় ৷ তাঁরা বেশ রাতের দিকে আমতা থানা থেকে বেরিয়েছিলেন আনিশের গ্রামে যাওয়ার জন্য ৷ কিন্তু, গ্রামবাসীরা গ্রামের প্রবেশপথ পাহারা দেওয়ার খবর পেতে গাড়ি ঘুরিয়ে ফের আমতা থানায় চলে যান তদন্তকারীরা ৷ পুলিশ সূত্রে খবর, রাতে জোর করে গ্রামে প্রবেশ করতে চায়নি সিটের আধিকারিকরা ৷ এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা ছিল ৷ তাই তাঁরা ফিরে আসার সিদ্ধান্ত নেন ৷ আমতা থানায় ফিরে দীর্ঘক্ষণ সিট এবং পুলিশের মধ্যে বৈঠক হয় বলে জানা গিয়েছে ৷ রাত প্রায় 2টো নাগাদ তদন্তকারীরা আমতা থানা থেকে বেরিয়ে কলকাতার ফিরে যান ৷