পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anish Khan Death Case : পরিবারের দাবি মেনে এখনই আনিশের ময়নাতদন্ত নয় - আনিশ খানের ময়নাতদন্ত

আনিশ খানের পরিবার রাজি নয় ৷ তাই দ্বিতীয়বার তাঁর মৃতদেহ ময়নাতদন্ত করা হচ্ছে না (Anish Khan Death Case) ৷

Anish Khan Death Case Update
আনিশ খানের ময়নাতদন্ত

By

Published : Feb 23, 2022, 12:21 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি : আনিশ খান মৃত্যুর ঘটনায় চার দিন কেটে গিয়েছে ৷ এখনও অধরা অভিযুক্তরা । এর মধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে ৷ ইতিমধ্যে নড়েচড়ে বসেছেন ভবানী ভবনে শীর্ষ কর্তারা । এদিন হাওড়ার আমতায় আনিশের বাড়িতে ফের যান সিট-এর সদস্যরা । তাঁরা পরিবারের সঙ্গে কথা বলে আনিশের মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার ইচ্ছা প্রকাশ করেন বলে জানা গিয়েছে ।

মৃত ছাত্রনেতার পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড় । পরিবারের দাবি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট দেখে যদি প্রমাণিত হয় যে আনিশকে হত্যা করা হয়েছে, তাহলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চাইবেন না তাঁরা । এরপর সিট-এর প্রধান এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেন আনিশ খানের মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হচ্ছে না (Anish Khan family disagree over Post Mortem) ।

আরও পড়ুন : Anish Khan Death Case : সিবিআই তদন্ত চাওয়ায় আনিশের দাদাকে প্রাণে মারার হুমকি

গতকাল রাত ন'টা নাগাদ হাওড়ার আমতা থানায় হাজির হন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ পুলিশ আধিকারিক এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা । তাঁর সঙ্গে আমতা থানায় আসেন হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার সৌম্য রায় । দীর্ঘক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিদ্ধিনাথ গুপ্তা ।

ABOUT THE AUTHOR

...view details