পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anish Khan death case: আনিশ কাণ্ডে ধৃতদের 14 দিনের জেল হেফাজত - police appeals 14 days custody

আনিশ কাণ্ডে ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত (Anish Khan death case)৷ ধৃতদের আজ উলুবেড়িয়া আদালতে তোলা হয় (police appeals 14 days custody) ৷

Anish Khan death case: police appeals 14 days custody for arrested officers
আনিশ কাণ্ডে ধৃতদের 14 দিনের জেল হেফাজত

By

Published : Feb 24, 2022, 5:30 PM IST

Updated : Feb 24, 2022, 7:35 PM IST

হাওড়া, 24 ফেব্রুয়ারি: আনিশ খানের মৃত্যু মামলায় ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত (Anish Khan death case)। ধৃতদের আজ তোলা হয় উলুবেড়িয়ার মহকুমা আদালতে (police appeals 14 days custody)।

ধৃত কাশীনাথ বেরা ও প্রীতম ভট্টাচার্যকে উলুবেড়িয়া আদালত থেকে উলুবেড়িয়া উপসংশোধনাগারে পাঠানো হয়েছে । ধৃতদের 302/201/34 ধারায় অভিযুক্ত করা হয়েছে । উলুবেড়িয়া আদালত চত্বর ও উপসংশোধনাগারের সামনে আজ বহু সাধারণ মানুষ বিক্ষোভ দেখান এবং তাঁদের পক্ষ থেকেও আনিশের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানানো হয় ।

আরও পড়ুন:SIT probe over Anish Khan Death : পুলিশ দেখে পালাতে গিয়েই পড়ে মৃত্যু আনিশের ! তথ্য সিটের তদন্তে

উল্লেখ্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাঁর স্বামী আনিশের বাড়িতে গিয়েছিলেন বলে দাবি করেছেন ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরা । আমতার (Amta latest news) ছাত্রনেতা আনিশ খানের রহস্য মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেছেন ধৃত দুই পুলিশ কর্মীও ৷ বৃহস্পতিবার আদালতে তোলা হয় তাঁদের ৷ এ দিন আদালতে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে এই দুই পুলিশকর্মী বলেন, ঘটনার দিন রাতে আমতা থানার অফিসার ইনচার্জের নির্দেশেই তাঁরা আনিশের বাড়ি গিয়েছিলেন । তাদের 14 দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছিল পুলিশ । তবে বিচারক দু'জনকেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন: Anish Khan Death Case : আনিশকাণ্ডে নয়া মোড়, এবার সিবিআই তদন্তের দাবি ধৃত হোমগার্ডের স্ত্রীর

অপরদিকে ভবানী ভবন সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য আমতা থানার ওসিকে থানায় ডাকা হতে পারে । ঘটনার তদন্তে তিন সদস্যের যে সিট গঠন করেছে রাজ্য, তার সদস্যরাও এই তিনজনকে ফের জেরা করতে পারেন বলে খবর ৷ এই ঘটনায় উঁচুতলার কোনও পুলিশ আধিকারিকের যোগ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ যদিও ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরা ইতিমধ্যেই এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন ৷

Last Updated : Feb 24, 2022, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details