পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anish Khan death case: বারাসত জেলা বিচারপতির উপস্থিতিতে টিআই প্যারেডে আনিশের বাবা - আনিশ খান মৃত্যুর তদন্ত

বারাসত জেলা বিচারপতির উপস্থিতিতে আনিশ খানের বাবা সালেম খান করবেন টিআই প্যারেড (Anish Khan death case)। সে জন্য তাঁরা উলুবেড়িয়া উপসংশোধনাগারে গিয়েছেন (TI parade)৷

anish-khan-death-case-his-father-is-present-at-ti-parade
বারাসত জেলা বিচারপতির উপস্থিতিতে টিআই প্যারেডে আনিশের বাবা

By

Published : Feb 25, 2022, 5:29 PM IST

হাওড়া, 25 ফেব্রুয়ারি:আনিশ খান মৃত্যুর ঘটনার তদন্তে আজ হবে টিআই প্যারেড (Anish Khan death case)৷ সে জন্য বৃহস্পতিবার রাতের পর আবার আজ দুপুরে সিটের তদন্তকারী অফিসারেরা যান আনিশ খানের বাড়িতে (Anish Khan father)। তাঁরা আনিশের বাবাকে টিআই প্যারেডের জন্য উলুবেড়িয়া সংশোধনাগারে নিয়ে যেতে চান । তবে তাঁর শরীর অসুস্থ বলে টিআই প্যারেডে যেতে চাননি সালেম খান । এরপর সিটের আধিকারিকরা আনিশের দাদা সাবির খানের সঙ্গে কথা বলেন । সিটকে সাবির খান জানান, তাঁদের আইনজীবী আসছেন ৷ তিনি এসে পৌঁছলে তাঁরা রওনা দেবেন । সেই কারণে আনিশের বাড়িতেই কিছুক্ষণ অপেক্ষা করেন সিটের আধিকারিকরা ।

সিট সূত্রে জানা যাচ্ছে, ধৃত দুই পুলিশকর্মী ঘটনার রাতে ছিলেন কি না, আজ টিআই প্যারেডে (TI parade) তা শনাক্ত করার কাজ সম্পূর্ণ হবে । তবে সে দিন রাতে আনিশের বাড়িতে ধৃত দুই পুলিশকর্মী উপস্থিত ছিলেন কি না, বা সালেম খান তাঁদের সনাক্ত করতে পারেন কি না, সে বিষয়ে এখনও সম্পূর্ণ ভাবে নিশ্চিত হতে পারছেন না আধিকারিকরা । আজকের টিআই প্যারেড সম্পূর্ণ হলেও যদি এই দুজনের মধ্যে কেউ সনাক্ত না হয়, সে ক্ষেত্রে তদন্তের মোড় অন্যদিকে ঘুরতে পারে বলেই মনে করছেন সিটের আধিকারিকরা । সে ক্ষেত্রে আনিশের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা ও আনিশের মৃতদেহ পুনরায় কবর থেকে তুলে তার ময়নাতদন্তের যে নির্দেশ গতকাল কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেই প্রক্রিয়াগুলো ধাপে ধাপে সম্পূর্ণ করতে চাইছেন সিটের কর্তারা ।

আরও পড়ুন:Anish Khan Death Case: আনিশ মৃত্যুতে সিটের তদন্ত কি আদৌ নিরপেক্ষ হবে ? উঠছে প্রশ্ন

যদিও আনিশের পরিবার কোর্টের নির্দেশের পরেও সিবিআই তদন্তের পক্ষেই সওয়াল করছেন । কলকাতা হাইকোর্ট সিটের তদন্তের উপর ভরসা রাখায় তারা মনোক্ষুণ্ণ বলেই পরিবার সূত্রে জানা যাচ্ছে । হাওড়া কোর্টের তিনজন আইনজীবীকে নিয়ে আনিশ খানের পিতা সালেম খান, তাঁর দাদা সাবির খান-সহ সিটের সদস্যরা তিনটে নাগাদ রওনা হন উলুবেড়িয়া উপ সংশোধনাগারের উদ্দেশে । সেখানে উপস্থিত থাকবেন বারাসত আদালতের বিচারক । তাঁর উপস্থিতিতেই হবে টিআই প্যারেড ৷

আরও পড়ুন:Re-post mortem of Anish Khan : সিটেই আস্থা, হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত আনিশের দেহের

ABOUT THE AUTHOR

...view details