হাবড়া, 31 অক্টোবর : হাবড়ার জমা জল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের । টানা চার মাস ধরে জল কমছে না । ফলে কয়েকশো পরিবার এখনও জলবন্দী হয়ে রয়েছে । বাড়ছে ক্ষোভও । অবশেষে KMDA-র চিফ ইঞ্জিনিয়র শিশির বৈদ্যের নেতৃত্বে বিশেষজ্ঞ প্রতিনিধি দল দুর্গত এলাকা পরিদর্শনে এল ।
যদিও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না । CPI(M)-র দাবি, মন্ত্রীদের বারবার পরিদর্শন আইওয়াশ ছাড়া কিছু নয় । গত কয়েকমাস বৃষ্টির জমা জলে আটকে রয়েছেন হাবড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কয়েকশো বাসিন্দা । সম্প্রতি ঘরের মধ্যে জমা জলে পড়ে মৃত্যু হয়েছে ছোট্ট এক শিশুর । ETV ভারতে সে খবর প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের । হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনবার ঘুরে গিয়েছেন দুর্গত এলাকায় । পৌর প্রশাসক নীলিমেশ দাসও ভেলায় চেপে এলাকা পরিদর্শন করেছেন । মন্ত্রীর নির্দেশে পাম্প চালিয়ে চলছে জল সরানোর কাজ । কিন্তু তাতে স্থায়ী সমাধান নয় বলে মত দুর্গত বাসিন্দাদের ।
অবশেষে শনিবার KMDA-র চিফ ইঞ্জিনিয়র শিশির বৈদ্যর নেতৃত্বে প্রতিনিধি দল দুর্গত এলাকা পরিদর্শনে আসে । ওই দলে ছিলেন সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার সন্দীপ গুপ্তা, জেলা পরিষদের কো-মেন্টর মনোজ রায় ও পৌর প্রশাসক পারিষদ তারকনাথ দাস ও নন্দা চক্রবর্তী সহ অন্যান্য । গোটা এলাকা ঘোরার পর তাঁরা হাবড়া পৌরসভায় বৈঠক করেন । যদিও সংবাদমাধ্যমের কাছে চিফ ইঞ্জিনিয়ার শিশিরবাবু কোনও মন্তব্য করতে চাননি ।