পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফানের মোকাবিলায় তৎপর হাওড়া পৌরনিগম, খোলা হয়েছে কন্ট্রোল রুম - আমাফানের জেরে হাওড়ায় ভারী বৃষ্টি

হাওড়া পৌরনিগমের মূল অফিস ছাড়াও প্রত্যেকটি বোরো অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে । নম্বর 033-2637-1735 । আপৎকালীন পরিস্থিতিতে এই নম্বরে যোগাযোগ করতে পারেন মানুষজন ।

ছবি
ছবি

By

Published : May 19, 2020, 5:25 PM IST

হাওড়া, 19 মে : রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়বে আমফান। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই পরিস্থিতিতে প্রস্তুত হচ্ছে হাওড়া পৌর নিগম। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পৌরনিগমের তরফে। 30 টি পোর্টেবল পাম্প মোবাইল ভ্যান তৈরি রাখা হচ্ছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য হাওড়া পৌরনিগমের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে । কন্ট্রোল রুমের নম্বর 033-2637-1735 । ঝড়-বৃষ্টিতে কাঁচা বাড়ি ও পুরোনো বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে পড়ে তার জন্য বিকল্প ব্য়বস্থা করা হয়েছে । পৌরনিগমের তরফে থাকা ও খাওয়ার জন্য হাওড়ার বেশ কয়েকটি স্কুলে ত্রাণ শিবিরেরে ব্যবস্থা করা হয়েছে ।

হাওড়া পৌরনিগমের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির মেকাবিলায় আমাদের বিপর্যয় মোকাবিলা টিম সদা তৎপর । কোনও বাড়ি ভেঙে কেউ আটকে গেলে বা ল্যাম্পপোস্ট ভেঙে পড়লে, দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা হবে । আমফানের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর জেরে জল জমার সমস্য়া দেখা দিতে পারে । সমস্ত জমা জল চটজলদি যাতে বের করে দেওয়া যায়, সেজন্য পাম্পিং স্টেশনের সংখ্যা বাড়ানো হয়েছে । পাশাপাশি 30 টি পোর্টেবল পাম্প মোবাইল ভ্যান তৈরি রাখা হচ্ছে। যাতে বিশেষ প্রয়োজনে সেগুলিকে ব্যবহার করা যায় ।

পরিস্থিতির মোকাবিলায় শুধুমাত্র পৌরনিগমের মূল অফিস নয়, প্রত্যেকটি বোরো অফিস, বালি সাব অফিস সহ সব জায়গাতেই খোলা হচ্ছে কন্ট্রোল রুম।

ABOUT THE AUTHOR

...view details