হাওড়া, 19 মে : রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়বে আমফান। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই পরিস্থিতিতে প্রস্তুত হচ্ছে হাওড়া পৌর নিগম। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পৌরনিগমের তরফে। 30 টি পোর্টেবল পাম্প মোবাইল ভ্যান তৈরি রাখা হচ্ছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য হাওড়া পৌরনিগমের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে । কন্ট্রোল রুমের নম্বর 033-2637-1735 । ঝড়-বৃষ্টিতে কাঁচা বাড়ি ও পুরোনো বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে পড়ে তার জন্য বিকল্প ব্য়বস্থা করা হয়েছে । পৌরনিগমের তরফে থাকা ও খাওয়ার জন্য হাওড়ার বেশ কয়েকটি স্কুলে ত্রাণ শিবিরেরে ব্যবস্থা করা হয়েছে ।